1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ভারত হাতিয়ায় অচল নৌ-অ্যাম্বুলেন্সে ব্যাহত জরুরি স্বাস্থ্যসেবা চার দশক পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা বাখেরআলী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তসিকুল ইসলামের মরদেহ হস্তান্তর শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, ঝুঁকিপূর্ণ ৭২ ঘণ্টা পার করছেন গুগলে সর্বাধিক অনুসন্ধান হওয়া ভারতীয় হিসেবে উঠে এলেন ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী সন্ত্রাসী হামলার পেছনের শক্তি প্রকাশের দাবি জামায়াত আমিরের

অলআউট যুদ্ধের মহাবিপৎসংকেত ইরানি পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা ঘাঁটিতে নিরাপত্তা জোরদার, ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ইরানের, হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন, ট্রাম্পকাণ্ডে বিস্ময়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৫ বার দেখা হয়েছে

শেষ পর্যন্ত ইরান-ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে। রবিবার দিনগত মধ্যরাতের পর ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বাংকার বাস্টার বোমা হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এই নতুন প্রেক্ষাপটের সূচনা করেছে। এই হামলার ঘটনায় বিশ্বব্যাপী নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাশিয়া বলেছে, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র তৈরি করেছে। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন ঘাঁটিসহ খোদ যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরেক খবর অনুযায়ী, ইরানে মার্কিন হামলার পরপরই ইরান থেকে একের পর এক ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এতে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। গতকাল দিনভর এসব স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে। সূত্র : আলজাজিরা, বিবিসি, রয়টার্স, এএফপি। প্রাপ্ত খবর অনুযায়ী, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো হলো নাতাঞ্জ, ফরদো ও ইসপাহান। এর মধ্যে ফোরদো স্থাপনায় ছয়টি বি-২ স্টেলথ বোমারু বিমান উড়ে গিয়ে ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছে। একই সময় মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ৩০ ‘টিএলএএম’ ক্রুজ ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয় ইরানের নাতাঞ্জ আর ইসপাহান পারমাণবিক স্থাপনায়। পাশাপাশি একটি বি-২ স্টেলথ বোমারু বিমান নাতাঞ্জে দুটি বাংকার বাস্টার বোমা ফেলে। সংশ্লিষ্ট এক সামরিক কর্মকর্তা বোমা ও বিমানের পরিচিতি দিয়ে জানান, বি-২ স্টেলথ বোমারু বিমান ৩০ হাজার পাউন্ড ওজনের বোমা বহনে সক্ষম। এই বোমা বাংকার বাস্টার নামে পরিচিত। বি-২ বিমান থেকে এ বোমা ফেলে ইরানের ফর্দো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করার লক্ষ্য ছিল। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে জানান, সফল অভিযানের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইরান বলেছে, মার্কিন হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি। তা ছাড়া যে তিন স্থাপনায় হামলা করা হয়, সেগুলোতে কোনো পরমাণু সরঞ্জাম ছিল না। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com