1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। রিটার্ন ছাড়াই ১৩ সেবা, স্বস্তিতে সাধারণ করদাতা ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে উপদেষ্টা পরিষদের অনুমোদন এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫ শতাংশ ICT frames charges against Sheikh Hasina for July-Aug mass killing জুলাই স্মরণে ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ট্রাম্পের শুল্ক ও এলডিসি উত্তরণ ঘিরে শঙ্কায় রপ্তানি বাণিজ্য দ্বিতীয় দফায় দরকষাকষি চলছে অ- অ+ ট্রাম্পের শুল্ক ও এলডিসি উত্তরণ ঘিরে শঙ্কায় রপ্তানি বাণিজ্য X এসএসসি পরীক্ষার ফলাফল আজ ২টায়, যেভাবে পাবে শিক্ষার্থীরা যাঁর রাজনীতি মানেই দুর্নীতি – শেষ পর্ব কলকাতায় পুরোনো চোরাচালান ব্যবসায় আবার তাজুল রোজার আগে নির্বাচন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

কোন অভিনয়শিল্পীর কত আয়কর বাকি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

 

বিনোদন প্রতিবেদক

 

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীসহ দেশীয় বেশ কয়েকজন শোবিজ তারকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিএআর)।

অভিনেতা বাপ্পারাজের বকেয়া করের পরিমাণ ১ কোটি ১০ লাখ সাতাশি হাজার ২৪১ টাকা। অভিনেত্রী মৌসুমীও দেননি ৩ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকা। শুধু তারাই নন, এ বছর ঢালিউডে অভিষেক হওয়া সাবিলা নূরের বকেয়া করের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার ১৪২ টাকা।

 

মোটা অঙ্কের কর বকেয়া রয়েছে এ রকম তারকা শিল্পীদের একটি তালিকা পাওয়া গেছে। উপ-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-২৫৩-এর ওই তালিকায় রয়েছে আরো বেশ কয়েকজন আলোচিত ও জনপ্রিয় তারকার নাম। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত ওই নথিতে দেখা গেছে, কর বকেয়া নাগরিকদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, রেজাউল করিম (বাপ্পারাজ), আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশা প্রমুখ।

গত ১৫ জুন কর বকেয়া রয়েছে এ রকম ২৫ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় কর অফিস।

ওই নথি থেকে জানা যায়, অভিনেতা আহমেদ শরীফের প্রায় ৪ লাখ ১৬ হাজার ৯৫৮ টাকা, নুসরাত ফারিয়ার ৫ লাখ ৩৩ হাজার ১০১ টাকা কর বাকি। সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঞ্চলের নামও ওই তালিকায় রয়েছে। যোগাযোগ করা হলে সংগঠনটি জানায়, এটি ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরের কর। একটি সাংস্কৃতিক সংস্থার মাত্র দুই বছরের করের পরিমাণ এত বেশি কেন তা তারা বুঝে উঠতে সময় নিয়েছেন।

তবে সরকার কিস্তিতে তাদের এ কর পরিশোধের সুযোগ দিয়েছে। এরই মধ্যে দুটি কিস্তি পরিশোধও করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন, কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ করলেই তাদের ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com