1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

তারকাদের প্রেমের সংসারে ভাঙন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে

‘প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন এমন প্রেম আর কইরোনা…’ শিল্পীর এমন দরদভরা আকুতি কি সব তারকার কর্ণকুহরে পৌঁছে?…মনে হয় না। তা না হলে দীর্ঘদিন ধরে প্রেমে হাবুডুবু খাওয়া, তারপর বিয়ের পিঁড়িতে বসা, এরপরও অনেকের সেই প্রেমের সংসার খুব বেশিদিন টেকে না। কিন্তু কেন? সাধারণ মানুষের এ প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষক তাজুল ইসলাম। তার মতে, ‘শোবিজের মানুষেরা সাধারণত আবেগপ্রবণ। মানুষের তো দুটি সত্তা থাকে-একটা আবেগী, অন্যটা যৌক্তিক। মানুষের জীবনে দুটোরই প্রয়োজন আছে। কিন্তু আবেগী সত্তাটা যাদের বেশি তারাই বেশি সমস্যায় পড়েন। সংসারে অনেক কিছু মানিয়ে নিতে হয়। প্রেম করে বিয়ে করলেও সাধারণ মানুষ যতটুকু মানিয়ে নিতে পারেন তারকারা তা পারেন না। তারা বিয়ের বাইরে প্রেম করতে খুব ভালো পারেন। বিয়ের পর মানুষের মধ্যে দায়বদ্ধতা, বিশ্বাস, ভালোবাসা, কম্প্রোমাইজ এসব দেখা দেয়। কিন্তু অনেক তারকার মধ্যে এ ব্যাপারগুলোর ঘাটতি থাকে। বাস্তব জীবনে মানুষ যে অন্যরকম, এটা তাদের অনেকেরই উপলব্ধিতে থাকে না। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের মুগ্ধতা ও মোহ ভেঙে যায়। তারকারা মুক্ত জীবনযাপন করেন। সাধারণ মানুষের যেমন সংসার করার একটা বাধ্যবাধকতা থাকে, প্রেম করে বিয়ে করলেও তাদের মধ্যে তা থাকে না। সংসারটা করতেই হবে এ ব্যাপারে তাদের একটা শিথিলতা আছে। আর্থিক ও সামাজিকভাবে বাধ্যবাধকতা থাকে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। তাই তারকাদের প্রেমের সংসার মুহূর্তেই তাসের ঘর হয়ে যায়, এতে অবাক হওয়ার কিছু নেই।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com