1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মঞ্চ ৭১-এর অনুষ্ঠান ঘিরে ডিআরইউতে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ ১৯ জন আটক তিন দফা দাবিতে বুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ‘কমপ্লিট শাটডাউন’ সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করছে পুলিশ তথ্য সংগ্রহের জন্য দেশের সব থানায় পুলিশ সদর দপ্তরের নির্দেশ। ৫ আগস্টের আগে-পরে প্রার্থীর ভূমিকার তথ্যও দিতে বলা হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। নানা আয়োজনে জাতীয় কবি নজরুলকে স্মরণ এস আলমের সোয়া দুই লাখ কোটি টাকা লোপাট সঙ্কটে ব্যাংক খাত এস আলমের এই ব্যাংক লুটের কারণে বর্তমানে ব্যাংকগুলো তীব্র অর্থসঙ্কটে পড়েছে। গ্রাহকের অর্থ ফেরত দিতে না পারার কারণে কিছু ব্যাংক এখন অস্তিত্বসঙ্কটে। দেশের কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই পাঁচটি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে ২২ দিনে ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, টেকনাফে আতঙ্ক জাহাঙ্গীর আলম, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা উদ্বেগে এনবিআর কর্মকর্তারা ৭০০ কর্মকর্তার ওপর শাস্তির খড়্গ দিল্লিতে হাসিনা-এস আলমের গোপন বৈঠক, নতুন পরিকল্পনা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ অক্টোবরে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ হতে পারে সেপ্টেম্বরে সংলাপ ফেব্রুয়ারিতে ভোট

চীনের সঙ্গে চুক্তি ট্রাম্পের, ভারতের সঙ্গেও করবেন ‘বড় চুক্তি’’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করেছে। সেই সঙ্গে তিনি ভারতের সঙ্গেও একই ধরণের একটি চুক্তি করবেন বলে ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) হোয়াইট হাউসে ওয়ান বিগ বিউটিফুল বিল অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আচ্ছা, আমরা গতকালই চীনের সঙ্গে চুক্তি সই করেছি, তাই না? চীনের সঙ্গে চুক্তি সই করেছি…।’

চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করলেও তিনি বলেন, ‘চীন চুক্তিতে, আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করছি। এমন কিছু, যা আসলে কখনো ঘটতে পারত না।’

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গেও একটি চুক্তি সই করতে পারে। ‘আমরা কিছু দুর্দান্ত চুক্তি করছি। আমাদের একটি আসছে, সম্ভবত ভারতের সাথে, খুব বড় একটি, যেখানে আমরা ভারতকে উন্মুক্ত করতে যাচ্ছি।’

আনাদোলু এজেন্সি জানিয়েছে, শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করার জন্য মার্কিন ও চীনা কর্মকর্তারা চলতি মাসের শুরুতে লন্ডনে বৈঠক করেছিলেন।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপ শুরু করে। কিন্তু মে মাসে যুক্তরাষ্ট্র এবং চীন প্রাথমিক ৯০ দিনের জন্য শাস্তিমূলক শুল্ক প্রত্যাহারে সম্মত হয়।

ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র শুল্ক থেকে ৮৮ বিলিয়ন ডলার আদায় করেছে। তিনি বলেন, ‘এটা কি সুন্দর জিনিস নয়? ৮৮ বিলিয়ন ডলার।’

রিপাবলিকান কর ও ব্যয় হ্রাস আইন প্রণয়নের প্রচারণা চালাতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলগুলোর মধ্যে একটি’।

তিনি আরও বলেন, ‘একটি বিগ বিউটিফুল বিল’ আমাদের সীমান্ত সুরক্ষিত করবে, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং আমেরিকান স্বপ্ন ফিরিয়ে আনবে।

গত মাসে হাউসে ব্যাপক ভোটে আইনটি পাস হওয়ার পর সিনেটের রিপাবলিকানরা এখন এটিকে নিম্নকক্ষে অনুমোদনের জন্য ফেরত পাঠানোর আগে পরিবর্তনসহ পাস করার জন্য দৌড়ঝাঁপ চলছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার বলেন, ৪ জুলাইয়ের সময়সীমার মধ্যে বিলটি সই হবে, তা নিশ্চিত করার জন্য কাজ করছেন ট্রাম্প। ‘আমরা আশা করছি ৪ জুলাইয়ের মধ্যে বিলটি সইয়ের জন্য প্রেসিডেন্টের ডেস্কে থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com