1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চ্যাটজিপিটিতে সুপারিশভিত্তিক বার্তা নিয়ে বিভ্রান্তি, সাময়িকভাবে ফিচার স্থগিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমা চাওয়ায় ফজলুর রহমান আদালত অবমাননা অভিযোগ থেকে অব্যাহতি ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা, বিচারিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক তীব্র মালদ্বীপ–বাংলাদেশ পুলিশ সহযোগিতা জোরদারে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক রাজবাড়ীতে পেঁয়াজের বাজারে অস্থিরতা, সরবরাহ ঘাটতিতে ভোক্তাদের চাপ জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে সিইসির বৈঠক ধুরন্ধরের দ্রুত অগ্রযাত্রা: মুক্তির তিন দিনে শতকোটি রুপি আয় নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবের আচরণে ক্ষোভ, দাবি বাস্তবায়নে জরুরি সিদ্ধান্ত অ্যাসোসিয়েশনের রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সেল্টার কাছে পরাজয়, চোট–কার্ডে জটিলতা বাড়ল পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা ও সাংবিধানিক বিধান নিয়ে আলোচনা জোরদার

এফবিসিসিআই নির্বাচন বাণিজ্য সংগঠনের ডিভিসি অডিট দাখিলের সময়সীমা বাড়বে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭৬ বার দেখা হয়েছে

অর্থনৈতিক রিপোর্টার।

 

ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন সামনে রেখে বাণিজ্য সংগঠনগুলোর ডিভিসি (ডকুমেন্টস অব ভেরিফিকেশন কোড) অডিট দাখিলের সময়সীমা বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মুহাম্মদ রেহানউদ্দিন। তবে কতদিন সময় বাড়ানো হবে সে বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

এ প্রসঙ্গে তিনি জনকণ্ঠকে বলেন, বিভিন্ন অ্যাসোসিয়েশন ও চেম্বারগুলো থেকে ডিভিসি অডিট দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তাদের সেই আবেদন বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা চিঠি প্রস্তুত করছি। আজ বা কালের (আজ বুধবার) মধ্যে এ বিষয়ে এফবিসিসিআইসহ সকল বাণিজ্য সংগঠনগুলোতে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, আজ ২ জুলাই ছিল ডিভিসি অডিট দাখিল ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির শেষদিন।
তবে নির্বাচন পেছানোর বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। মহাপরিচালক (ডিটিও) আরও জানান, তফসিলের বিষয়ে এফবিসিসিআই নির্বাচন বোর্ড সিদ্ধান্ত নিতে পারে। এখানে মন্ত্রণালয়ের তেমন কিছু করণীয় নেই। অন্যদিকে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও স্টিল খাতের ব্যবসায়ী আমির হোসেন নূরানী বলেন, ব্যবসায়ীদের একটি অংশ ভোটারবিহীন নির্বাচন করতে চায়। তাদের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের কারণেই ডিভিসি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

তিনি তাদের উদ্দেশ্যে কঠোর সমালোচনা করে বলেন, ভোটারবিহীন নির্বাচন করে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে তাদের পালিয়ে যেতে হয়েছে। ঠিক তেমনি এফবিসিসিআইতেও ভোটারবিহীন নির্বাচন সম্ভব নয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল এফবিসিসিআইয়ের সকল পদে সরাসরি নির্বাচন। সেই দাবি পূরণ করেছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, ৪২০টি অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারগুলোর প্রায় ৮০ ভাগ এখনো ডিভিসি অডিট দাখিল করতে পারেনি। ফলে সিংহভাগ বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা ভোটারই হতে পারবে না। এ অবস্থায় ভোটারবিহীন নির্বাচন হলে ব্যবসায়ীরা তা মেনে নেবেন না। আমরা ডিভিসির পক্ষে, তবে এজন্য চাহিদা অনুযায়ী কাগজপত্র তৈরি, সংগঠনের এজিএম করা ও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ (আরজেএসসি) অফিসে অনলাইনে রিটার্ন দাখিল সময়সাপেক্ষ ব্যাপার। এসব দিক বিবেচনায় নিয়ে ডিভিসি অডিট দাখিলের সময়সীমা বাড়াতে হবে। ব্যবসায়ীদের মনের ভাষা বুঝে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com