নিজস্ব প্রতিবেদক ; বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটির দাবিতে রাজধানীর নয়াপল্টনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির একাংশের নেতারা।
রবিবার বেলা ১১ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশ নিয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির একাংশের নেতা এজমুল হোসেন পাইলট, ইফতিখার রহমান কবির, বায়েজিদ আরেফিন, আবুল হাসান, মামুন বিল্লাহ, আব্দুর রহিমসহ শতাধিক নেতা।
তাদের দাবি, বয়স সীমাসহ কাউন্সিলে প্রার্থীর হওয়ার ক্ষেত্রে যে তিনটি শর্তারোপ করা হয়েছে তা বাতিল করা।
কর্মসূচি থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ নেতারা।
উল্লেখ্য, গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয় বিএনপি। আর কাউন্সিলে প্রার্থী হতে ২০০০ সাল থেকে পরবর্তী যেকোনও বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই বাংলাদেশের কোনও শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়াসহ তিনটি শর্ত নির্ধারণ করে দেয়া হয়।