1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘাত বৃদ্ধি, মধ্যস্থতায় উদ্যোগী যুক্তরাষ্ট্র সচিবালয়ে ভাতা দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে নন-ক্যাডার কর্মচারীরা মেগা প্রকল্প বন্ধ করে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের অঙ্গীকার তারেক রহমানের ইমরান খানের সাক্ষাৎ নিষেধাজ্ঞা ঘিরে আদিয়ালা কারাগারে উত্তেজনা, পুলিশের অভিযান অন্তর্বর্তী সরকারের সংস্কার সুরক্ষায় স্থায়ী কাঠামো গঠনের ওপর জোর এসআই আফতাব উদ্দিন রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের দ্বাদশ বৈঠক শুরু নির্বাচন তফসিল বৃহস্পতিবার ঘোষণা করছে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত আওয়ামী লীগবিষয়ক জনপ্রিয়তা জরিপের নৈতিকতা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের প্রশ্ন

এক বাড়িতে ২০ তারকার বসবাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে

 

বিনোদন ডেস্ক

 

নাটক-সিনেমার ইনডোর শুটিংয়ের জন্য উত্তরা যেন এক ‘শুটিং পাড়া’। সে কারণেই কাজের সুবিধার্থে এখানকার একটি ১০তলা সাদা ভবনে পরিবারসহ থাকেন দেশের জনপ্রিয় ২০ জন তারকা।

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এই ভবনে থাকেন স্ত্রী ও ছেলেকে নিয়ে। প্রায়শই পরিবারের সঙ্গে এই এলাকাতেই দেখা মেলে তারকার।

এছাড়াও একই ভবনে রয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। যদিও ব্যস্ততার কারণে এই বাড়িতে খুব একটা দেখা মেলে না তার।

আছেন নাটকের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও তার স্ত্রী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাসনুভা তাবাসসুম হৃদি। এই দম্পতির ফেসবুক পোস্টে মাঝেমধ্যেই এই বাড়ির ছাদ বা ভেতরের অংশ উঠে আসে।

এছাড়া রয়েছেন মেধাবী ওটিটি অভিনেতা শ্যামল মাওলা এবং তার ফ্যাশন ডিজাইনার স্ত্রী মাহা।

তারকা দম্পতি নাজিয়া হক অর্ষা এবং মোস্তাফিজ নূর ইমরান থাকেন এই ভবনেই।

এদিকে মঞ্চ, টিভি ও সিনেমার অভিজ্ঞ অভিনেতা সাজু খাদেম ও তার স্ত্রী মঞ্চশিল্পী পৈত্রি হক দম্পতিও আছেন এই তালিকায়।

এই তারকাবহুল ভবনে আরও থাকেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান, আরফান আহমেদ, শিবলী নোমান, নাবিলা ইসলাম এবং সামিয়া অথৈ।

শুধু অভিনয়শিল্পীই নয়, এই ভবনে আরও বসবাস করেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরাম-ও।

এছাড়াও পর্দায় বাবা-মায়ের চরিত্রে অভিনয়ে যাদের নিয়মিত দেখা যায়—মাসুম বাশার ও মিলি বাশার দম্পতি, তাদের কন্যা অভিনেত্রী নাজিবা বাশারকে নিয়ে থাকেন এখানে।

শুধু পাশাপাশি থাকেন বলেই নয়, মাঝে মাঝে এই তারকারা খোলা ছাদে মিলিত হন আড্ডা আর খাওয়া-দাওয়ার আনন্দে। সেসব মুহূর্ত ছবি হয়ে উঠে আসে তাদের সোশ্যাল মিডিয়ায়, যা দেখে দারুণ খুশি হন ভক্তরাও।

ঢাকার মতো একটি ব্যস্ত শহরে এক ছাদের নিচে এতগুলো তারকার বসবাস নিয়ে একটি ধারাবাহিক নাটক বানানো যায় বলেও মন্তব্য করেন তাদের ভক্তরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com