আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে। ইতিবাচক সাড়া পড়ে গেছে দেশের রাজনৈতিক দলগুলোতে। সম্ভাব্য প্রার্থীরা তাঁদের নিজ নিজ নির্বাচনি এলাকায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। শুরু করছেন আনুষ্ঠানিক প্রচারণা ও তৎপরতা। অনেকে নিজ নিজ এলাকার মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনার মাধ্যমে তাঁদের নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছেন। আজ ও আগামীকাল সরকারি ছুটি। সম্ভাব্য অনেক প্রার্থী এই দুই দিন এলাকায় কাটানোর প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। ৫ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতোমধ্যে স্বাগত জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। এর মধ্যেই দলটি নির্বাচনি ট্রেনে ওঠার আনুষ্ঠানিক বার্তাও দিয়েছে। তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণাসংক্রান্ত কিছু বিষয়ে মনঃক্ষুণ্ন হলেও দল তিনটির কোনোটিই জাতীয় নির্বাচনের ঘোষিত সময় নিয়ে আপত্তি করেনি। উপরন্তু তারা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।বিস্তারিত