1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত ডলারের বাজার আবার অস্থির Govt grants 10-year tax holiday for renewable energy firms Mobile surveillance used in pinpointing victims’ location: Commission গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েক শ কারখানা বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর ২০২৫ ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের এক পক্ষ ২০২৬-এর এপ্রিলে, বিএনপিসহ সমমনারা চায় ২০২৫-এর জুনের মধ্যে ভোট জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ২০২৫-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনি প্রস্তুতি

বিশ্বকাপে ইতিহাস গড়লেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৬৫ বার দেখা হয়েছে

বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে ইতিহাস রচনা করলেন অল রাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশী প্রথম ক্রিকেটার হিসিবে তিনি বিশ্বকাপের এক আসরে পাঁচশ’র বেশী রান ও দশ উইকেট শিকার করেছেন।
মঙ্গলবার এজবাস্টনে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ম্যাচে ৬৬ রান সংগ্রহের মাধ্যমে ৫০০ রানের মাইলফলক অতিক্রম করেন সাকিব। এই নিয়ে সাত ইনিংস থেকে তাঁর সংগ্রহ দাঁড়িয়েছে ৫৪২ রান। এ ইনিংসের মাধ্যমে আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে পৌঁছে যান বাংলাদেশী অল রাউন্ডার। দুটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ভর করে এই সংগ্রহ দাঁড় করিয়েছেন সাকিব। এই তালিকায় বর্তমানে ২রান বেশী নিয়ে তার উপরে রয়েছেন শুধুমাত্র ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। আসরে ৩৪.৯ স্ট্রাইক রেটে ১১টি উইকেট তুলে নিয়েছেন সাকিব।
মঙ্গলবার এই তারকা অল রাউন্ডার ৬৬ রানের পাশাপাশি তুলে নিয়েছেন ঋষভ পন্থের উইকেটটি। যার মাধ্যমে তিনি নতুন মাইলফলক স্পর্শ করেন।
ব্যাট-বলে বিশ্বকাপের শীর্ষ তালিকায় পৌঁছানো সাকিবের পরের অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অল রাউন্ডার স্কট স্টাইরিস। তিনি ২০০৭ বিশ্বকাপে মোট ১০টি ম্যাচে অংশ নিয়ে ৪৯৯ রানের পাশাপাশি সংগ্রহ করেছেন ৯টি উইকেট।
এবারের আসরে সাকিবের সেরা সাফল্যটি এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টনটনে ৭ উইকেটে জয় পাওয়া ওই ম্যাচে অপরাজিত ১২৪ রান করেছিলেন সাকিব। এরপর আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত আরেক ম্যাচে ২৯ রান দিয়ে ৫ উইকেট সংগ্রহ করেন বিশ্ব সেরা অল রাউন্ডার।
এই বিশ্বকাপেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৬ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন সাকিব। বাংলাদেশের হয়ে দ্বিতীয় কোন ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি।
বিশ্বকাপে এক আসরে পাঁচশ’র বেশি রান করা খেলোয়াড় তালিকা:
শচিন টেন্ডুলকার-৬৭৩(২০০৩)
ম্যাথু হেইডেন-৬৫৯(২০০৭)
মাহেলা জয়াবর্ধনে ৫৪৮(২০০৭)
মার্টিন গাপটিল ৫৪৭(২০১৫)
কুমার সাঙ্গাকারা ৫৪১(২০১৫)
রিকি পন্টিং-৫৩৯(২০০৭)
শচিন টেন্ডুলকার-৫০০(২০১১)
রোহিত শর্মা-৫৪৪*(২০১৯)
সাকিব আল হাসান-৫৪২*(২০১৯)
ডেভিড ওয়ার্নার-৫১৬*(২০১৯)
এ্যারন ফিঞ্চ-৫০৪*(২০১৯)

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com