সেরা অলরাউন্ডার হয়ে বিশ্বকাপ খেলতে যান সাকিব। এক এর আগে তো ওঠার সুযোগ নেই। তবে উন্নতির সুযোগ আছে। ওয়ানডে অলরাউন্ডার তালিকায় শীর্ষে থাকা সাকিব তাই তার জায়গা পোক্ত করেছেন। এছাড়া বিশ্বকাপে আট ম্যাচে ৬০৬ রান করেছেন তিনি। দুই সেঞ্চুরি, পাঁচটি ফিফটি। ব্যাটিংয়েও তাই লম্বা এক লাফ দিয়েছেন তিনি।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৬০৬ রান নিয়ে তিনে থাকা সাকিব ব্যাটসম্যানদের তালিকায় ১০ ধাপ এগিয়েছেন। তার ব্যাটিং র্যাংকিং ২২। ব্যাটিংয়ে ক্যারিয়ারসেরা ৬৯২ পয়েন্ট অর্জন করেছেন বাঁ-হাতে ব্যাট করা সাকিব। এছাড়া বিশ্বকাপে বল হাতে ১১ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে থাকা বেন স্টোকসের চেয়ে ৯০ পয়েন্ট এগিয়ে সাকিব। অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিবের পয়েন্ট ৪০৬। বিশ্বকাপে পয়েন্ট টেবিলে আটে থেকে শেষ করেছে বাংলাদেশ। তবে টিম র্যাংকিং সাতেই আছে। তারপরও ২ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ।
ব্যাটিং র্যাংকিংয়ে টাইগারদের মধ্যে সেরা অবস্থান মুশফিকুর রহিমের। ৭০৪ চার পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ১৯তম স্থানে আছেন তিনি। বিশ্বকাপে আট ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে ৩৬৭ রান করেন মুশফিক। এছাড়া শীর্ষ পঞ্চাশে বাংলাদেশের আছেন কেবল মাহমুদুল্লাহ রিয়াদ (৪৫তম)।
পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটিংয়ে সবার ওপরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরির রেকর্ড করা রোহিত শর্মা। তৃতীয় স্থানে উঠেছেন পাকিস্তানের বাবর আজম। বোলিংয়েও সবার ওপরে ভারতের জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন মেহেদি মিরাজ। ছয় ধাপ এগিয়ে ১৬’তে থেমেছেন তিনি।