1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ভারত হাতিয়ায় অচল নৌ-অ্যাম্বুলেন্সে ব্যাহত জরুরি স্বাস্থ্যসেবা চার দশক পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা বাখেরআলী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তসিকুল ইসলামের মরদেহ হস্তান্তর শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, ঝুঁকিপূর্ণ ৭২ ঘণ্টা পার করছেন গুগলে সর্বাধিক অনুসন্ধান হওয়া ভারতীয় হিসেবে উঠে এলেন ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী সন্ত্রাসী হামলার পেছনের শক্তি প্রকাশের দাবি জামায়াত আমিরের

ভোটের লড়াইয়ে ৫০৯ প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আটটি পূর্ণাঙ্গ, তিনটি আংশিক প্যানেল নিয়ে নির্বাচনে লড়তে প্রস্তুত প্রার্থীরা। এ ছাড়াও একাধিক স্বতন্ত্র প্রার্থী আছেন, যাঁরা কোনো প্যানেল থেকে নির্বাচন করছেন না। তাঁদের মধ্যে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেলে অংশ না নেওয়া শিক্ষার্থীরা রয়েছেন। এই নির্বাচনে ৪৬২ জন বৈধ প্রাথমিক প্রার্থী ও ৪৭ জন ত্রুটিপূর্ণ প্রার্থী মিলিয়ে মোট প্রার্থীসংখ্যা ৫০৯। এর মধ্যে ভিপি পদে ছাত্র ৪৩, ছাত্রী ৫ জন, জিএস পদে ছাত্র ১৮, ছাত্রী ১ জন, এজিএস পদে ২৪, ছাত্রী ৪ জন রয়েছেন।

এ ছাড়া প্রার্থিতায় আরও রয়েছেন মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক ছাত্র ১৪, ছাত্রী ১ জন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছাত্র ১০, ছাত্রী ১ জন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ছাত্র ৭, ছাত্রী ২ জন। সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন ছাত্র (ছাত্রী নেই)। মানবাধিকার ও আইন সম্পাদক পদে ছাত্র ৮, ছাত্রী ৩ জন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ছাত্র ১২, ছাত্রী ৩ জন। ছাত্রপরিবহন সম্পাদক পদে ৯ জন ছাত্র (ছাত্রী নেই)। ক্রীড়া সম্পাদক পদে ছাত্র ১২, ছাত্রী ১ জন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ছাত্র ৭, ছাত্রী ৪ জন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ছাত্র ২, ছাত্রী ৯ জন। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন ছাত্র (ছাত্রী নেই)। সাহিত্য সম্পাদক পদে ছাত্র ১৭, ছাত্রী ২ জন। সদস্য ছাত্র পদে ১৯১, ছাত্রী ২৪ জন। মোট ২১৫ জন। নির্বাচনে মোট ছাত্র প্রার্থী ৪০২, ছাত্রী ৬০ জন। হল সংসদে বৈধ প্রার্থী ১ হাজার ১০৮ জন। স্থগিত ১ জন। জানা গেছে, ভোটার নম্বর, নাম-পরিচয় ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নম্বরে ভুল, বাবা-মায়ের নামে ভুল, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭টি প্রার্থিতা স্থগিত করা হয়েছে। তবে তাঁরা আপিল করলে যাছাইবাছাই করে দেখা হবে। হল সংসদে কেবল একটি পদ স্থগিত রাখা হয়েছে। ২৩ তারিখ পর্যন্ত সুযোগ আছে আপিলের।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com