1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাতেই চালু হচ্ছে মেট্রো রেল শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ, ঢামেকে চিকিৎসাধীন তফসিল ঘোষণায় সহযোগিতার প্রস্তুতি জানাল জামায়াতে ইসলামী ইউক্রেন যুদ্ধের মাঝেই নির্বাচনের ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইউক্রেন উত্তাপ ল্যুভ মিউজিয়ামে চুরি: তদন্তে নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি উদঘাটন শিশু সাজিদের মৃত্যুতে শোকাহত গ্রামবাসীর দাফন সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন জাপানের উত্তরপূর্বাঞ্চলে পুনরায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি গ্রিসে অবৈধ নৌপথে অনুপ্রবেশের চেষ্টায় দুই বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন আরও অনেকে

ভারতে অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত ৩৮ ‘এখন পর্যন্ত প্রায় ৫০০ জনকে ভর্তি করা হয়েছে এবং আরো কমপক্ষে ৪০০ জনকে আনা হচ্ছে।’রে।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে এ ঘটনা ঘটে।

 

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম. সুব্রামানিয়ানের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ১০ শিশু, ১৭ নারী এবং ১১ জন পুরুষ রয়েছেন।

এদিকে স্থানীয় হাসপাতারের বরাতে ইন্ডিয়া টুডে’র প্রতিবদেন আরো বলা হয়, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান।

খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছেছেন।

এদিকে, মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

স্টালিন এক্স-এ দেয়া তামিল ভাষার পোস্টে লিখেছেন, ‘করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেয়া হয়।’

কারুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৫০০ জনকে ভর্তি করা হয়েছে এবং আরো কমপক্ষে ৪০০ জনকে আনা হচ্ছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথম জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, আজকের জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ। এতে বহু মানুষ যোগ দেন। এ সময় ভিড় ও হুড়োহুড়িতে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com