গাজীপুর প্রতিনিধি,গাজীপুর মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিরা পিকআপের চালক ও সহকারী বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান বলেন, মাস্টারবাড়ি এলাকায় হোটেল নিরিবিলির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল হওয়া কাভার্ড ভ্যান দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ পেছন থেকে ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।