রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সোমবার (২০ অক্টোবর) এ হামলা সংঘটিত হয়েছে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
চেরনিহিভ প্রদেশের বিদ্যুৎ সরবরাহ করে চেরোনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা “চেরনিহিভোব্লেনের্গো” নামের একটি কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়। কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটিকেই নিশানা করে রুশ বাহিনী হামলা চালিয়েছে এবং এতে কেন্দ্রটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে বিবৃতিতে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
চেরোনোবিল বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের স্লাভুতিচ শহরের মেয়র ইউরি ফোমিচেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, হামলার পর থেকে তার শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎহীন চেরনিহিভ অঞ্চলে রিজার্ভ বিদ্যুৎ ব্যবহার করে পানির প্রবাহ সচল রাখা হয়েছে। জরুরি পরিষেবা বিভাগ ইতোমধ্যে বিদ্যুৎ পুনঃস্থাপনের কাজ শুরু করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছর পার করলেও অব্যাহত রয়েছে। শীত আসার আগে রাশিয়ার তেল ও গ্যাস উৎপাদন ও সরবরাহ নেটওয়ার্কে হামলা চালানোর ধারা প্রতিবারই অব্যাহত থাকে। এ বছরও এ ব্যাপারে ব্যতিক্রম হয়নি।
রুশ হামলার ফলে ইউক্রেন তাদের গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার এক বার্তায় জানান, শীতে জনদুর্ভোগ কমাতে ইউক্রেন ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আজারবাইজান থেকে ২০০ কোটি ডলারের তরল গ্যাস আমদানি করছে।
রয়টার্স রুশ কর্মকর্তাদের সঙ্গে হামলার বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো মন্তব্য করেননি।
সূত্র: রয়টার্স