বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী আর নেই। শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মেহের আফরোজ শাওন তার মায়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। এই শোক সংবাদে গভীর দুঃখ প্রকাশ করেছেন শাওন এবং মরহুমার জন্য দোয়া চেয়েছেন।
মেহের আফরোজ শাওন তার পোস্টে জানান, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য আমাদের সবাইকে দান করেন।”
শাওনের মা বেগম তাহুরা আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শাওনের পোস্টে আরও জানানো হয়েছে, মরহুমার নামাজে জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। প্রথমটি আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয়টি মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে হবে।
শাওন তার পোস্টে সকলকে তার মায়ের জন্য দোয়া করার অনুরোধ করেছেন। “দয়া করে তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন,” বলে তিনি জানান।
মেহের আফরোজ শাওন একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী ও নির্মাতা হিসেবে বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনে বেশ জনপ্রিয়। তার মা বেগম তাহুরা আলীর মৃত্যুতে শাওনের পরিবার ও প্রিয়জনদের জন্য এই মুহূর্তটি অত্যন্ত কঠিন। এই শোকসন্তপ্ত মুহূর্তে সকলের সহানুভূতির প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন।