ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আগামী নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচন কমিটির চেয়ারম্যান হাসান হাফিজ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিবার্য কারণে ডিইজে নির্বাচন স্থগিত করা হলো। নতুন তারিখ সম্পর্কে অবিলম্বে জানানো হবে।”
নির্বাচনে অংশগ্রহণকারী সব পক্ষ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানানো হয়েছে।