ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আকিল খান নামের এক বাইক আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা, যারা বর্তমানে নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছেন, ২৩ অক্টোবর সন্ধ্যায় খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন। জানা গেছে, তারা হোটেল থেকে বের হওয়ার পর একটি বাইক তাদের অনুসরণ করতে শুরু করে। এরপর তারা একটি ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইক আরোহী তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে এবং দ্রুত পালিয়ে যায়।
ক্রিকেটাররা দ্রুত হোটেলে ফিরে গিয়ে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্সকে ঘটনার তথ্য দেন। সিমন্স তখন স্থানীয় থানার সাথে যোগাযোগ করেন। ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয় এবং এসিপি হিমানি মিশ্র দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেন। দুই ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়।
পুলিশ ঘটনার তদন্তে নেমে বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং তাদের সহায়তায় অভিযুক্তের বাইকের নম্বর পাওয়া যায়। পরবর্তীতে সেই নম্বরের মাধ্যমে অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আকিলের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা রয়েছে।
এদিকে, অস্ট্রেলিয়া ২৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলতে মাঠে নামবে। দুই দলই সেমিফাইনালে উঠে গেছে। হোলকার স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এটি বিশ্বকাপের চলমান আসরের জন্য একটি অপ্রত্যাশিত ঘটনা হলেও, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।