গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নোয়াখালী পৌরসভা গেট এলাকায় চৌমুহনী-মাইজদী সড়কে একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম এ কে আজাদ (৫৫)। তাঁর স্ত্রী নাছিমা বেগম (৩৭), মা নূরজাহান বেগম (৭০) এবং ভাতিজা মো. রিমন (১৮) গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটেছে যখন আজাদ পরিবার ওমরাহ পালন শেষে দেশে ফিরছিল।
এ কে আজাদ ও তাঁর পরিবার সৌদি আরব থেকে উড়োজাহাজে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে নোয়াখালীর বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার সময়, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদ মারা যান, এবং তাঁর স্ত্রী, মা ও ভাতিজা গুরুতর আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা নোয়াখালী জেনারেল হাসপাতালে দেওয়া হয়েছে, পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত্যু এবং আহতদের বিষয়ে স্থানীয় পুলিশ জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়, এবং আশপাশের লোকজন দুর্ঘটনাস্থলে ভিড় করে। তবে, গাড়ির চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা, চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সুধারাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।