রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির একটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, বাসে আগুন লাগার কারণ এবং বাসে যাত্রী ছিলেন কি না তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসের পাশে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ ঘটনাকে নাশকতা না দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা যায়নি।
এর আগে ভোরের দিকে রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। উভয় বাসই ভিক্টর পরিবহনের।