জাতীয় ডেস্ক
ময়মনসিংহ: আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) সকালে ময়মনসিংহ-নেত্রকোণা রেলপথে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানিয়ে বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোণা জেলার জারিয়ারের দিকে যাচ্ছিল। ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি এলাকায় পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগুন ধরে যায়। এর ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনটি থেমে যায়।”
এ সময় ট্রেন থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে যান। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বিকল্প ইঞ্জিন পাঠানো হচ্ছে, এবং ময়মনসিংহ-নেত্রকোণা লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।
এটি ছিলো ময়মনসিংহে গত কয়েকদিনে রেলপথে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনার মধ্যে অন্যতম।