জাতীয় শোক দিবস উপলক্ষে, ঢাকা মিরপুর-১১ আল-ফুয়াদ কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে বঙ্গবন্ধু পেশাজীবী কল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু পেশাজীবী কল্যাণ পরিষদের সভাপতি মো:মোশারফ হোসেন বলেন ‘বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করা’ বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ নন, তিনি গোটা বাঙালি জাতির সম্পদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন । বক্তব্য রাখেন বিচারপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজুমদার,বীরমুক্তিযোদ্ধো খন্দকার মকবুল হোসেন, এডঃ কাজী জাহাঙ্গীর হোসেন, মোঃ বাহার উদ্দিন বাহার,মোঃ জাকির হোসেন,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মান্নান, এবং সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।