1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে
জেলা প্রতিনিধি ,চাঁপাইনবাবগঞ্জ:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে ক্ষমতায় গেলে পদ্মা ও তিস্তার পানি বণ্টন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, যে কোনো নির্বাচিত সরকারই জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের গুরুত্বপূর্ণ নীতি কার্যকর করা সম্ভব নয়। একই সঙ্গে জোরপূর্বক দখলের মাধ্যমে অথবা স্বেচ্ছাচারের মাধ্যমে এটি অর্জন করা যায় না। তাই বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তবে পদ্মা ও ফারাক্কা, তিস্তা ইস্যুতে প্রাধান্য দেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, পানির হিতসা, সীমান্তে হত্যা ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মতো বিষয়গুলোতে গুরুত্ব দিতে চান। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা মনে রেখে এ ধরনের সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। তবে তিনি অভিযোগ করেন, বর্তমান মোদি সরকার বাংলাদেশের ওপর বিভিন্ন চাপ প্রয়োগ করেছে এবং বিনিময়ে কোনো সহযোগিতা দেয়নি।

তিনি চিহ্নিত করেন যে, ক্ষমতায় আসার পর বিএনপি জনগণের স্বার্থ রক্ষা ও জাতীয় সমস্যা সমাধানের জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। পদ্মা ও তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্ত সুরক্ষা ও স্বার্থ সংরক্ষণ মূল অগ্রাধিকার হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com