1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

ঘন কুয়াশার কারণেই বেশির ভাগ সড়ক দুর্ঘটনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ১৩৫ বার দেখা হয়েছে

ঘন কুয়াশার কারণেই বেশির ভাগ সড়ক দুর্ঘটনা হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪ লেনে উন্নীতকরণের কাজ ও ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী ঘন কুয়াশায় গাড়ির গতি সীমিত রাখার পরামর্শ দিয়ে আরও বলেন, ঘন কুয়াশায় চালকরা যেন তাদের গতি সীমিত রাখে। এজন্য মালিক পক্ষ যেন চালকদের এ বিষয়ে উদ্বুদ্ধ করেন।

এর আগে বর্ষার আগে মহাসড়কের সমস্ত কাজের কার্যাদেশ ও টেন্ডার সম্পন্ন করে সময়মতো কাজ শুরু করার জন্য সড়ক ও জনপথের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

মন্ত্রী বলেন, এপ্রিলেই আমাদের দেশে বর্ষা এসে যায়। বর্ষার সময় মহাসড়কে সংস্কার কাজ করা যায়না। তাই বর্ষার আগেই সমস্ত কাজ সম্পন্ন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, আগামী ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জয়দেবপুর এলেঙ্গা মহাসড়কের ৪ লেনের উন্নীতকরণের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। এ মহাসড়কে ৫টি ফ্লাইওভার নির্মাণের কথা থাকলেও চূড়ান্ত পর্যায়ে এখানে ৯টি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি একে এন নাহিন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সবুরসহ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com