অনলাইন ডেস্ক
দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী পালিত মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আন্দোলনকারীরা কর্মবিরতি প্রত্যাহার করায় রাতেই মেট্রো রেল চালু হচ্ছে। স্টেশনগুলোও খুলে দেওয়া হয়েছে।
জানা গেছে, উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে শেষ ট্রেন ছাড়বে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল থেকে সব কর্মকর্তা-কর্মচারীকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
এর আগে স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আজ সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাংশের কর্মকর্তা-কর্মচারী। এ কারণে বিকেল ৩টা ও ৩টা ২০ মিনিটে উত্তরা ও মতিঝিল থেকে নির্ধারিত ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেন স্টেশন থেকে ছাড়েনি। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।