নিজস্ব প্রতিবেদক
জরুরি মেরামত ও সংরক্ষণমূলক কাজের কারণে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আজ রোববার (১৪ ডিসেম্বর) নির্ধারিত সময় অনুযায়ী সর্বোচ্চ আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এ বিষয়ে গ্রাহকদের আগাম অবহিত করেছে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন একাধিক ১১ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামত ও প্রয়োজনীয় সংরক্ষণমূলক কাজ সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা এলাকা, বাইশটিলা, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এক্সপ্রেস সড়কসংলগ্ন অঞ্চল, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজার এবং লাক্কাতুড়া স্টেডিয়াম ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকা। এর মধ্যে লাক্কাতুড়া বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদামবাগিচা, আঙ্গুর মিয়ার গলির মুখ, রূপসা আবাসিক এলাকা, খাসদবির প্রাথমিক বিদ্যালয় এলাকা, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড, বড়বাজারের বিভিন্ন অংশ, আবাদানি, বড়শালা মসজিদের আশপাশের আংশিক এলাকা, পর্যটন এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা ও সালুটিকরঘাটসহ আশপাশের এলাকাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া একই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সময় ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের বড়বাজার, বনশ্রী ও বাদামবাগিচা ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এসব এলাকার মধ্যে রয়েছে বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, আনার মিয়ার গলি, সৈয়দ মুগনি, চৌকিদেখী, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, আঙ্গুর মিয়ার গলি, মোল্লাপাড়া গলি, পাহাড়িকা, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, খাসদবির প্রাথমিক বিদ্যালয় এলাকা, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড, বড়বাজার ও তৎসংলগ্ন অঞ্চল।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত কাজগুলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট উপকেন্দ্র ও ফিডার এলাকায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা, মেরামত এবং সংরক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমানো যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তবে কোনো কারণে কাজ শেষ হতে বিলম্ব হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। এ পরিস্থিতিতে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সাময়িক এ বিদ্যুৎ বিচ্ছিন্নতার ফলে আবাসিক গ্রাহকদের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকার কারণে ক্ষুদ্র ব্যবসা ও সেবা খাতে সাময়িক অসুবিধার সম্ভাবনা রয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন এবং সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে সহযোগিতা কামনা করেছেন।