1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সম্পূর্ণ সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয়নি: প্রধান বিচারপতি টিএফআই সেলে গুম ও নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ আসামির অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর ভূমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার তাগিদ যুব ও ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় ও দুর্নীতিবিরোধী পদক্ষেপে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা নির্বাচনী সময়ে অপতথ্য মোকাবিলায় সত্য ও যাচাইকৃত সংবাদ উপস্থাপনের আহ্বান ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, বছরে প্রাণহানি ৪০৯ শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য দেশীয় স্বাস্থ্য সেবায় আস্থা বৃদ্ধিতে কাঠমোগত সংষ্কার ও কার্যকর প্রয়োগের বিকল্প নেই; ঢাকা চেম্বার সভাপতি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের জন্য পুলিশের নিরাপত্তা প্রটোকল ও হামলা তদন্তে অগ্রগতি ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ঘিরে অভিযোগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব

বাঙালি জাতীয়তাবাদকে হত্যা করাই ছিল বুদ্ধিজীবী হত্যার মূল উদ্দেশ্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক, রুমী চৌধুরী
একজন বিশিষ্ট মনীষীর মতে, একটা জাতিকে যদি ধ্বংস করতে চাও তবে তাদের বুদ্ধিজীবীদের হত্যা কর, গ্রন্থাগার ধ্বংস করে দাও—তাহলে সে জাতি ধ্বংস হয়ে যাবে। পাকিস্তানি জান্তারা ইতিহাস থেকে সুশিক্ষার বদলে কুশিক্ষা নিয়ে বাঙালি জাতিকে নিধনের খেলায় মত্ত ছিল। যার করুণ পরিণতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, রাশিদুল হাসান, গোবিন্দ চন্দ্র দেব, ফজলে রাব্বিসহ অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। এছাড়া কিশোরগঞ্জের গাংগুটিয়া জমিদার ভূপতীনাথ চক্রবর্তী চৌধুরীর কাছ থেকে খাবার খেয়ে, তাঁর গান শুনে, তাঁকে তাঁর দুই সহকারীসহ হত্যা করা হয়।

পৃথিবীর ইতিহাসে বুদ্ধিজীবী হত্যার ঘটনা যথেষ্ট রয়েছে। যেমন অটোমান সাম্রাজ্যের সময় অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। হিটলারের নাৎসি বাহিনী অনেক ইহুদি বুদ্ধিজীবীকে হত্যা করে। কম্বোডিয়ার খেমার রুজ শাসনের সময় অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। কিন্তু তালিকাবদ্ধভাবে বুদ্ধিজীবীদের বাড়ি বাড়ি গিয়ে বুদ্ধিজীবী হত্যার নজির ইতিহাসে আর নেই।

একাত্তরের ঢাকা অঞ্চলের তৎকালীন প্রধান মেজর রাও ফরমান আলীর ডায়েরিতে উপরোক্ত বুদ্ধিজীবীসহ আরও অনেক নিহত বুদ্ধিজীবীর নাম লেখা ছিল। তাছাড়া সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থে এ সংক্রান্ত অনেক তথ্য পাওয়া যায়। পাকিস্তানি শাসকদের উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করে ধর্মীয় লেবাসে ইসলাম প্রতিষ্ঠার নামে জাতিকে মেধাশূন্য করা। ধর্মকে ব্যবহার করে এবং ভারতীয় আজ্ঞাবাহী হিসেবে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের চিহ্নিত করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে বাঙালি জাতি ও সত্তাকে ধ্বংস করে পাকিস্তানি ভাবাদর্শ কায়েম করা ছিল তাদের মূল উদ্দেশ্য।

তাই যে সমস্ত বুদ্ধিজীবীরা দেশ ও জাতির জন্য নিজেদের উৎসর্গ করেছেন, তাঁরা দেশ ও জাতির কাছে যুগে যুগে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com