বিশেষ প্রতিনিধি, কক্সবাজার ভোলার বোরহান উদ্দিনের মতো গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার একটি প্রচেষ্টা কক্সবাজারে ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। একটি চক্র গুজব ছড়ানোর জন্য যার ফেসবুক হ্যাক করেছিল তিনিও একজন সনাতনী ধর্মাবলম্বী। কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন একথা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, কক্সবাজার সদরের খুরুশকুল গ্রামের বাসিন্দা স্বর্ণাকার রুপম দে’র ফেসবুক হ্যাক করা হলে তাৎক্ষণিক তা সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ রবিবার দিবাগত রাতে দ্রুত ফেসবুক ব্যবহারকারী যুবক রুপম দে’কে তার মোবাইলসহ হেফাজতে নিয়ে আসে।
আজ সোমবার সন্ধ্যায় ফেসবুক ব্যবহারকারী যুবক রুপমকে ছেড়ে দেওয়া হয়েছে। গুজব ছড়ানোর উদ্দেশে যে চক্রটি এ কাজে জড়িত রয়েছে পুলিশ তাদের ধরার জন্য চেষ্টা করছে।