জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও: জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, বিগত সরকারের সময় তৈরি করা রাজাকারের তালিকায় জামায়াতে ইসলামী চতুর্থ অবস্থানে ছিল। তিনি জানান, ওই তালিকায় মোট ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত ছিল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামের আয়োজন করা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেলাওয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ওই তালিকার শীর্ষে ছিল আওয়ামী লীগ, দ্বিতীয় অবস্থানে বিএনপি এবং তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি। তিনি আরও জানান, এই তিনটি দলকে বাদ দিয়ে ‘রাজাকার’ শব্দ ব্যবহার করার সুযোগ নেই।
দেলাওয়ার হোসেন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়েছে, তবে কাঙ্ক্ষিতভাবে দেশ এগোতে পারেনি। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পরও দেশের অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা ছিল দুর্নীতি। ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় এলে তিনি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় জেলা জামায়াতে ইসলামের আমির বেলাল উদ্দিন প্রধান সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহ্মদসহ অন্যান্য স্থানীয় নেতারা।
সভায় বিভিন্ন নেতারা স্বাধীনতা, দেশপ্রেম ও সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।