খেলাধুলা ডেস্ক
তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২০২৬ সালের আইপিএল শুরু হওয়ার আগে দলকে শক্তিশালী করতে আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মোট ১৩ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি টাকায় দলে নেওয়া হয়। এছাড়াও শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় এবং বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি টাকার বেশি খরচে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রিন, পাথিরানা ও মুস্তাফিজুরের সঙ্গে টিম সাইফার্ট, ফিন অ্যালেন এবং রাচিন রবীন্দ্রের মতো খেলোয়াড়রা আইপিএলের ১৯তম আসরে কেকেআরের মূল ভরসা হিসেবে দেখা হচ্ছে। এই ক্রিকেটাররা দলের ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
২০২৬ আইপিএলে কেকেআরের হয়ে ফিন অ্যালেন বা টিম সাইফার্টের মধ্যে একজন উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। দলের অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারাইন আইপিএল ইতিহাসে তিনবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) জিতেছেন। তিনি কেকেআরের হয়ে ১৯০-এর বেশি ব্যাটারকে আউট করার পাশাপাশি ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।
গত আসরে (আইপিএল ২০২৫) কেকেআরের অধিনায়ক ছিলেন অজিঙ্কা রাহানে। যদি তিনি ২০২৬ সালেও দলের নেতৃত্বে থাকেন, তবে তিনে ব্যাটিং করার সম্ভাবনা বেশি। চার নম্বরে থাকবেন ক্যামেরন গ্রিন, পাঁচ নম্বরে রিঙ্কু সিং এবং ছয় নম্বরে ব্যাটিং করবেন রামনদীপ সিং।
বোলিং বিভাগে মূল দায়িত্ব সামলাবেন হর্ষিত রানা ও বৈভব অরোরা। তাদের সহায়তায় থাকবেন মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা। স্পিনার হিসেবে দলের নির্ভরযোগ্য ক্রিকেটার বরুণ চক্রবর্তী। এছাড়াও আকাশ দীপ, উমরান মালিক ও কার্তিক ত্যাগী ভারতীয় পেসার হিসেবে ব্যাকআপের ভূমিকায় থাকবেন।
ব্যাকআপ ব্যাটারদের তালিকায় আছেন অংক্রিশ রঘুবংশী, মনীশ পাণ্ডে ও রাহুল ত্রিপাঠী। দলের এই রূপকল্প আইপিএল ২০২৬-এ কেকেআরের সম্ভাব্য শক্তি ও সমন্বয় প্রতিফলিত করছে।
আইপিএল ২০২৬-এর সম্ভাব্য কেকেআর একাদশ হতে পারে: অজিঙ্কা রাহানে, সুনীল নারাইন, তেজস্বী সিং (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রামনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, মুস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী এবং মাথিশা পাথিরানা। এই একাদশের মাধ্যমে কেকেআর ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই সমন্বয় রক্ষা করতে সক্ষম হবে এবং নতুন আসরে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে শক্তিশালী লড়াইয়ে অংশ নিতে পারবে।