নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (২৪ ডিসেম্বর) জানিয়েছে, মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। এর আগে ২৩ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
সরকারের লক্ষ্য হলো পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত মেট্রোরেল সেবা আরও জনপ্রিয় করা। সেই লক্ষ্য অনুযায়ী, চলতি ২০২৫ সালের জন্য যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল, তা আরও ছয় মাস বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী জনস্বার্থে এই ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ফলে যাত্রীরা মেট্রোরেল ভ্রমণে ভ্যাট ছাড়া সুবিধা অব্যাহতভাবে উপভোগ করতে পারবেন।
এ পদক্ষেপের মাধ্যমে মেট্রোরেল ব্যবস্থাকে আরও সাশ্রয়ী করা এবং যাত্রীদের দৈনন্দিন যাতায়াত সহজ করা সরকারের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধি যাত্রীসংখ্যা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।