নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছুটির দিনেও নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সুবিধা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এনবিআর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। উদ্দেশ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহী প্রার্থীরা নির্বিঘ্নে তাদের রিটার্ন দাখিল করতে পারেন।
এনবিআরের উদ্যোগে এবং ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় ‘হেল্পডেস্ক’ চালু করা হয়েছে। এই হেল্পডেস্কে প্রার্থীরা অনলাইনে রিটার্ন জমা সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। হেল্পডেস্কের কার্যক্রম দুটি ভিন্ন স্থানে ও সময়ে পরিচালিত হবে।
প্রথম ধাপে, ২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা-তে এই সেবা পাওয়া যাবে। দ্বিতীয় ধাপে, ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকায় প্রার্থীরা হেল্পডেস্ক থেকে সুবিধা নিতে পারবেন।
এর পাশাপাশি, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস চলাকালীন সময়ে প্রার্থীদের জন্য একই সেবা চালু থাকবে। এনবিআর আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহী প্রার্থীরা তাদের আয়কর রিটার্ন সহজে এবং সময়মতো দাখিল করতে পারবেন।
এনবিআরের এই পদক্ষেপ প্রার্থীদের জন্য সময় বাঁচানো এবং নির্বাচনী প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া, অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে যেকোনো জটিলতা সমাধানে হেল্পডেস্ক প্রার্থীদের প্রাসঙ্গিক দিকনির্দেশনা প্রদান করবে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। এই উদ্যোগ প্রার্থীদের জন্য প্রক্রিয়াটি সহজতর এবং ঝামেলামুক্ত করতে সহায়তা করবে।