অর্থ বাণিজ্য ডেস্ক
দেশের নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের শীর্ষস্থানীয় সংস্থা আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদ সাত্তার। ২০২৬ সালের ৮ জানুয়ারি প্রতিষ্ঠানের ৩৬০তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাঁর নিয়োগ চূড়ান্ত করা হয়। এর আগে তিনি আইডিএলসি ফাইন্যান্সের মনোনীত পরিচালক (নমিনেটেড ডিরেক্টর) হিসেবে পর্ষদে দায়িত্ব পালন করছিলেন।
চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর তা নিয়ন্ত্রক কাঠামোর শর্ত অনুসারে কার্যকর হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্র নিশ্চিত করেছে। এনবিএফআই খাতের একটি প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসি ফাইন্যান্স দেশের আর্থিক মধ্যস্থতা, ঋণ বিতরণ, লিজিং, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) অর্থায়ন, কর্পোরেট ঋণ, ক্যাপিটাল মার্কেট সার্ভিস, সম্পদ ব্যবস্থাপনা এবং ডিজিটাল আর্থিক সেবাসহ বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন, কাঠামোবদ্ধ ঋণ (স্ট্রাকচার্ড ফাইন্যান্স), বন্ড ইস্যু ব্যবস্থাপনা, ট্রেজারি কার্যক্রম, কর্পোরেট উপদেষ্টা সেবা এবং বিনিয়োগ–সম্পর্কিত সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কাজী মাহমুদ সাত্তার আর্থিক খাতে চার দশকের বেশি সময় ধরে ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, আর্থিক সেবা পরিচালনা ও কৌশলগত নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। ১৯৮১ সালে আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে (বর্তমানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে একীভূত) যোগদানের মধ্য দিয়ে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে বিশেষায়িত দক্ষতা অর্জন করেন তিনি। এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের হয়ে তিনি মুম্বাই (ভারত) এবং মেলবোর্ন (অস্ট্রেলিয়া) অফিসেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশে কর্পোরেট ও বিনিয়োগ ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে তিনি এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশনের নেতৃত্ব দেন।
দেশের বিনিয়োগ ব্যাংকিং খাতের সূচনালগ্নে কাজী মাহমুদ সাত্তার অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁকে দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং আর্ম (ইনভেস্টমেন্ট ব্যাংকিং উইং) প্রতিষ্ঠার উদ্যোক্তা হিসেবে বিবেচনা করা হয়।