রাজনীতি ডেস্ক
বুধবার কক্সবাজারের পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত পেকুয়া উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধা বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। যেটা জাতীয়ভাবে ঐকমত্য হবে, সে বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। যেটা ঐকমত্য হয়েছে, সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। আমাদের লক্ষ্য মানুষের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সাংবিধানিক অধিকার সংরক্ষণ। এগুলো অর্জনের জন্য আমাদের সকলের ঐক্য অপরিহার্য এবং ঐক্যবদ্ধ অবস্থানের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব আমরা উপস্থাপন করেছি। জাতীয়ভাবে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করব।”
তিনি বাংলাদেশের সংবিধানের সংস্কার সম্পর্কেও মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন। এটি পরে বাতিল করা হয়েছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, দায়িত্ব প্রাপ্ত হলে সংবিধানের এই মূলনীতি পুনরায় সংযোজন করব।”
অনুষ্ঠানে কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরী সভাপতিত্ব করেন। কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গণি অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ অন্যান্য ধর্মীয় নেতারা।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই বৃত্তি বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতির উদ্দীপনা সৃষ্টি এবং মেধা উন্নয়নে সহায়তা করবে বলে কর্মকর্তারা উল্লেখ করেন।
সমগ্র অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা ও ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং জেলা পর্যায়ে শিক্ষার প্রসার ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় এর গুরুত্ব স্বীকৃত হয়েছে।