সভাপতি সাধারন সম্পাদক
গত২০/১২/২০১৯ইং তারিখে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত গফরগাঁও উপজেলা বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা কমিটির সম্মানিত উপদেষ্ঠা সুনিল চন্দ্র পাল। উপস্থিত ছিলেন বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ এর কেন্দ্রিয় সভাপতি শ্রী দিলিপ রবিদাস সহ উপদেষ্ঠা টি এল রবি দাস, রবি, কেন্দ্রিয় কমিটি ঢাকা, দুলাল রবিদাস কেন্দ্রিয় কমিটি ঢাকা এবং ঢাকা উত্তর এর প্রতিনিধি রনীল রবিদাস। কমিটি গঠন সভায় সর্ব সম্মতি ক্রমে এবং গত ২২/১১/২০১৯ইং তারিখের প্রকাশ্যে জন সমর্থনের নির্বাচনে গফরগাঁও উপজেলা বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কমিটির সভাপতি নিবার্চিত করা হয় শ্রী দিলিপ রবিদাস ও সাধারন সম্পাদক শ্রী রঞ্জন রবিদাস কে। কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও রংপুর জেলার প্রতিনিধীগন।