1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

বিয়েতে মত দিয়েছেন শাকিব-পপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৯৯ বার দেখা হয়েছে

বিয়ের জন্য প্রস্তুত জনপ্রিয় নায়ক শাকিব খান। একইসাথে চলচ্চিত্র অভিনেত্রী পপিও বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। নিজ নিজ পরিবারকে বিয়েতে মত দিয়েছেন তারা। শাকিবের জন্য তার বাবা-মা পাত্রী খুঁজছেন। পপির জন্যও পাত্র খুঁজছে তার পরিবার।

পছন্দমতো পাত্রপাত্রী মিলে গেলে এ বছরেই বিয়ে করতে পারেন তারা।

নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই জীবন কাটছে শাকিবের। কিন্তু নতুন করে ঘর আবার বাঁধতে চাইছেন তিনি। তার জন্য চলছে পাত্রীর খোঁজ।

অন্যদিকে, অভিনেত্রী পপি বিয়ের ঘোষণা দিয়েছেন। তবে এখনই নয়, বিয়ের পিঁড়িতে বসতে কিছুটা সময় লাগবে তার। পরিবারের পক্ষ থেকে পাত্র দেখা শুরু হয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ে করতে পারেন বলে জানিয়েছেন পপি।

ঢাকাই চলচ্চিত্রে অন্যতম সফল জুটি শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ হয়েছে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। সে হিসাবে প্রায় দুই বছর হতে চলল দেশের শীর্ষ নায়কের সঙ্গীহীন জীবন। একমাত্র ছেলে আব্রাম খান জয় থাকেন মায়ের সঙ্গে।

এখন বিয়ে বা সংসার নিয়ে কী ভাবছেন? এমন প্রশ্নের উত্তরে শাকিব খান সম্প্রতি একটি গণমাধ্যমকে বলেছেন, ‘বিয়ে তো করতে চাই। আমার পছন্দমতো ভালো পাত্রীও তো পেতে হবে। মা-বাবা খোঁজ করছেন। পাত্রী পেলেই বিয়ে করব।’

বিয়ে নিয়ে এনটিভি অনলাইনকে চিত্রনায়িকা পপি বলেন, ‘এ বছরের শেষের দিকে বিয়ের কাজটা সেরে ফেলব, দোয়া করবেন। নতুনভাবে নিজেকে সাজাতে চাই।’

পপি আরো বলেন, ‘পাত্র এখনো ঠিক হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে যেভাবে ছেলে দেখা শুরু হয়েছে, তাতে শিগগিরই বরের নাম জানা যাবে। গোপনে নয়, ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়েই বিয়ে করব।’

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত ওই চলচ্চিত্রে তাঁর বিপরীতে অভিনয় করেন ওমর সানি।

সম্প্রতি ‘গ্যাংস্টার’ শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পপি। সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিংও শেষ করেছেন তিনি। আর শাকিব খানকে আগামীতে ‘বীর’, ‘শাহেনশাহ’ ও ‘ক্রিমিনাল’ ছবিতে দেখা যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com