1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

‘যেদিন আমি থাকবো না’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ১৩৭ বার দেখা হয়েছে

‘যেদিন আমি থাকবো না’
সাদমান সজীব

যেদিন আমি থাকবো না!
সেদিন এমন কিছু মানুষ থাকবে
যাদের কাছে দিনটি হবে উৎসবের।
তারা বলবে, ‘যাক, আপদ বিদায় হলো।’
অথচ কিছুতেই কারও মনে যেনো
কষ্ট না লাগে, সে চেষ্টাতেই জীবন গেলো!

যেদিন আমি থাকবো না!
সেদিন ভিজবে তোমার চোখ ধূসর বাস্তবতায়,
হতবিহবল হবে হৃদয় এক অচেনা মৌনতায়।
তোমার মনে বাজবে তখন বিষণ্ণতার সুর
নাকি তুমিও থাকবে তাদের দলে
আর স্বপ্নসুখে বিভোর?

যেদিন আমি থাকবো না!
দেখবে না আর কোথাও তুমি নতুন কোনো লেখা,
থাকবে না আর অভিযোগ কোনো লেখা নিয়ে!
ডায়েরিটা সাজবে সেদিন ধুলোর চিত্রকল্পে,
দূরের ঐ আকাশটাও কাঁদবে শোকে ভীষণ
প্রকৃতি তার ছন্দ হারিয়ে করবে অন্বেষণ।

কখনও যদি ভুল করে আমায় মনে পড়ে,
খুলে দিও তুমি জানালা তোমার
আসবো আমি দক্ষিণা হাওয়া হয়ে।
রাশি রাশি যতো মেঘেদের দল
নীল আকাশে ওড়ে,
আমাকে তুমি পাবে এদেরই ভীড়ে।

কখনও যদি আমাকে ছোঁয়ার ইচ্ছে জাগে ভীষণ,
চলে এসো প্রিয় শ্রাবণ সন্ধ্যায়
ভিজবো আমি তোমার সাথে বৃষ্টির জল হয়ে।
যেখানে দেখবে বিন্দু বিন্দু শিশির কণা
জমে আছে এক অদ্ভুত সজীবতায়,
সেখানেই তুমি পাবে আমায় নিশ্চুপ নীরবতায়।

কখনও যদি লাগে তোমার ভীষণরকম একা,
চলে এসো তুমি রাতের গভীরে
অগণিত নক্ষত্রের মাঝে পাবে আমার দেখা।
যখন রাতের অন্ধকারে পাবে তুমি ভয়,
জোছনা হয়ে আসবো আমি
ভয়কে করতে জয়।

যেদিন আমি থাকবো না!
অবহেলিত অসহায় যত পথশিশু আছে,
আমাকে তুমি পাবে তাদের প্রাণোচ্ছল হাসির মাঝে।
আমাকে তুমি আরও পাবে অন্যায়ের প্রতিবাদে,
জগতে যত দুঃখ কষ্ট ছড়িয়ে ছিটিয়ে আছে
আমি থাকবো সর্বত্রই যতদিন তা থাকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com