1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে শিশু সাজিদের মৃত্যু, দীর্ঘ উদ্ধার অভিযানের অবসান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের ইচ্ছা, নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন অব্যাহত থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি হিসেবে দেখছে বিএনপি সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন বিএনপির কর্মশালায় নির্বাচন প্রস্তুতি জোরদারের আহ্বান গণতান্ত্রিক চর্চার বিকাশে চলমান সংস্কারকে গুরুত্ব দিলেন পরিবেশ উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসভা আয়োজনের নিয়মাবলি প্রকাশ ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী উদ্বোধন, শিল্পচর্চায় স্বকীয়তা অর্জনের ওপর জোর

‘যেদিন আমি থাকবো না’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ১২৯ বার দেখা হয়েছে

‘যেদিন আমি থাকবো না’
সাদমান সজীব

যেদিন আমি থাকবো না!
সেদিন এমন কিছু মানুষ থাকবে
যাদের কাছে দিনটি হবে উৎসবের।
তারা বলবে, ‘যাক, আপদ বিদায় হলো।’
অথচ কিছুতেই কারও মনে যেনো
কষ্ট না লাগে, সে চেষ্টাতেই জীবন গেলো!

যেদিন আমি থাকবো না!
সেদিন ভিজবে তোমার চোখ ধূসর বাস্তবতায়,
হতবিহবল হবে হৃদয় এক অচেনা মৌনতায়।
তোমার মনে বাজবে তখন বিষণ্ণতার সুর
নাকি তুমিও থাকবে তাদের দলে
আর স্বপ্নসুখে বিভোর?

যেদিন আমি থাকবো না!
দেখবে না আর কোথাও তুমি নতুন কোনো লেখা,
থাকবে না আর অভিযোগ কোনো লেখা নিয়ে!
ডায়েরিটা সাজবে সেদিন ধুলোর চিত্রকল্পে,
দূরের ঐ আকাশটাও কাঁদবে শোকে ভীষণ
প্রকৃতি তার ছন্দ হারিয়ে করবে অন্বেষণ।

কখনও যদি ভুল করে আমায় মনে পড়ে,
খুলে দিও তুমি জানালা তোমার
আসবো আমি দক্ষিণা হাওয়া হয়ে।
রাশি রাশি যতো মেঘেদের দল
নীল আকাশে ওড়ে,
আমাকে তুমি পাবে এদেরই ভীড়ে।

কখনও যদি আমাকে ছোঁয়ার ইচ্ছে জাগে ভীষণ,
চলে এসো প্রিয় শ্রাবণ সন্ধ্যায়
ভিজবো আমি তোমার সাথে বৃষ্টির জল হয়ে।
যেখানে দেখবে বিন্দু বিন্দু শিশির কণা
জমে আছে এক অদ্ভুত সজীবতায়,
সেখানেই তুমি পাবে আমায় নিশ্চুপ নীরবতায়।

কখনও যদি লাগে তোমার ভীষণরকম একা,
চলে এসো তুমি রাতের গভীরে
অগণিত নক্ষত্রের মাঝে পাবে আমার দেখা।
যখন রাতের অন্ধকারে পাবে তুমি ভয়,
জোছনা হয়ে আসবো আমি
ভয়কে করতে জয়।

যেদিন আমি থাকবো না!
অবহেলিত অসহায় যত পথশিশু আছে,
আমাকে তুমি পাবে তাদের প্রাণোচ্ছল হাসির মাঝে।
আমাকে তুমি আরও পাবে অন্যায়ের প্রতিবাদে,
জগতে যত দুঃখ কষ্ট ছড়িয়ে ছিটিয়ে আছে
আমি থাকবো সর্বত্রই যতদিন তা থাকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com