অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মন খারাপ করা খবরটি তারিন নিজেই ফেসবুকে জানিয়েছেন। সঙ্গে বাবার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে তারিন ফেসবুকে লেখেন, ‘আমার বাবা, আমার শক্তি, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি কেবল আপনাদের আন্তরিক প্রার্থনা কামনা করছি। ’
তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী, মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে তারিন সবার ছোট।
১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি’-তে অভিনয়, নাচ এবং গল্প বলাতে প্রথম হন তারিন। তখন থেকেই তিনি শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় কাজ শুরু করেন। এরপর সুযোগ পান বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিন রাত্রি’তে। হুমায়ূন আহমেদের এই ধারাবাহিক নাটকে প্রথম শিশু চরিত্রে অভিনয় করেন তারিন। এরপর ১৯৮৮ সালে শহীদুল্লাহ কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’-এও শিশু চরিত্রে দেখা যায় তাকে।