বহু বছর বলিউডে একচেটিয়া বিরাজ করছে সালমান খান। একাধিক অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও এখনও তিনি ব্যাচেলর। তবে এরই মাঝে শুটিং ফ্লোরে এখনও কাঁপাচ্ছেন বলিউড ভাইজান। কিন্তু এবার সালমান খানকে নিয়ে প্রশ্ন উঠছে। এবার ধর্ম বদলে ফেললেন সালমান খান তরজা তুঙ্গে। শিরোনাম শুনে ভাবছেন কিভাবে সম্ভব? চিন্তিত হওয়ার কারণ নেই। বজরঙ্গি ভাইজান বাস্তবে নয়, চরিত্রের প্রয়োজনে ধর্মান্তরিত হয়েছেন।
বেশ কয়েক বছর ধরেই বিগবসের সঞ্চালকের আসনে কাজ করছেন সালমান খান। সম্প্রতি বিগ বস ১৪-র শুটিং করছেন তিনি। প্রত্যেক সপ্তাহে গোরেগাঁও ফিল্মসিটিতে গিয়ে বিগ বসের শুটিং করতে যান সালমান খান। তবে, শুধু বিগ বসই না পাশাপাশি এবার অন্তিম এর শুটিং শুরু করলেন অভিনেতা।
কিছুদিন আগেই সালমান খান ও দিশা পাটানি রাধে’ ছবির শুটিং করেন। মুম্বইয়ের লোনাভালা অঞ্চলের অ্যাম্বি ভ্যালিতে ‘ রাধে’ ছবির শুটিং ইউনিটের সঙ্গে যোগ দিয়েছিলেন তারা।এরই মাঝে শেষ হয়ে গিয়েছে রাধের শুটিং। সল্লু শুরু করলেন অন্তিম-র শ্যুটিং।শ্যুটিং শুরু করেই লুক প্রকাশ্যে আনলেন সালমন খান
উল্লেখ্য, অন্তিম-এ একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সালমান খানকে। প্রকাশ্যে এসেছে সেই ছবি। আর সেই ছবি দেখেই প্রশ্ন উঠেছে নিজের ধর্ম কি বদলে ফেললেন সল্লু? আসলে আয়ূষ শর্মা টুইট করে অন্তিম-এ সালমানের লুক প্রকাশ্যে আনতেই ওঠে প্রশ্ন।