রাবি: ‘চাকরিপ্রত্যাশীর সঙ্গে শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগ, অডিও ফাঁস’ শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এফএম আলী হায়দার।
মঙ্গলবার (১১ মে) দুপুরে গণমাধ্যমে নিজ স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠান তিনি। অডিওটি তার নয় দাবি করে প্রতিবাদলিপিতে তিনি বলেন, গত ১০ মে কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত কল্পকাহিনী প্রচার করা হয়েছে। আমার সঙ্গে কথিত অডিও কথোপকথনের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। কে বা কারা আমাকে অনুমান করে এটি তৈরি করেছে, যা আমি প্রথম ২০১৭ সালে ফেসবুকে ফেইক আইডি থেকে শুনেছি এবং পরে দেখেছিলাম। ফেসবুকে ফেইক আইডি হওয়ায় আমি তার কোনো ব্যবস্থা নিতে পারিনি। একটি মহল এ সম্পর্কে এতদিন পরে আবার নানান ষড়যন্ত্র করছে।