1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত ডলারের বাজার আবার অস্থির Govt grants 10-year tax holiday for renewable energy firms Mobile surveillance used in pinpointing victims’ location: Commission গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েক শ কারখানা বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর ২০২৫ ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের এক পক্ষ ২০২৬-এর এপ্রিলে, বিএনপিসহ সমমনারা চায় ২০২৫-এর জুনের মধ্যে ভোট জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ২০২৫-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনি প্রস্তুতি

উৎসব উদযাপন করার জন্য ইয়ন্ডার সবচেয়ে দীর্ঘ ঈদ কার্নিভ্যাল সিজন ২ আয়োজন করছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ১২৪ বার দেখা হয়েছে

রবির হেড অফিসে আয়োজিত প্রেস কনফারেন্সে ইয়ন্ডার মিউজিক ঈদ ক্যাম্পেইন “ঈদ কার্নিভ্যাল সিজন ২” এর উদ্বোধন হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে এই ক্যাম্পেইনের মাধ্যমে ইয়ন্ডার অ্যাপ নতুন কিছু গান নিয়ে এলো।
সিঙ্গেলস থেকে শুরু করে ইপি এবং অ্যালবাম থাকছে এই নতুন রিলিজে। নতুন রিলিজগুলো হচ্ছে ঃ আরমান মালিক, খালিদ, পরশি এবং আসিফ আকবরের নতুন সিঙ্গেল; সায়ান ও তন্ময় তানসেনের নতুন ইপি; এবং পার্থ, বাপ্পা, জুয়েল ও রূপঙ্করের নতুন অ্যালবাম। অর্ণব এর নতুন অ্যালবাম অন্ধ শহর’ শুন্যর নতুন অ্যালবাম লটারি, চরিকটু এর উধাও ।
ইয়ন্ডার মিউজিক আকর্ষণীয়ও একটি কনটেস্ট এর আয়োজন করছে, যেখানে ইয়ন্ডার মিউজিক অ্যাপটিতে সবচাইতে বেশি স্টিমকারি কে স্যামসাং গ্যালাক্সি জেঅয়ান এনএক্সটি মডেল এর হ্যান্ডসেট দেয়া হবে। এই কনটেস্টটি জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত চলবে।
ইমরুল করিম, স্পেসাল প্রোজেক্ট, ইয়ন্ডার মিউজিক এশিয়া, বলেছেন, “ শুরু থেকেই ইয়ন্ডার মিউজিক বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের জন্য সবচেয়ে ভালো সঙ্গীত নিয়ে আসার উদ্দেশ্যে কাজ করে চলেছে। আমরা অত্যন্ত গর্বের সাথে আমাদের ঈদ ক্যাম্পেইন সবচেয়ে দীর্ঘ ঈদ কার্নিভ্যাল সিজন ২ শুরু করছি। ঈদের বাড়তি এই আনন্দে আমরা শ্রোতাদের নতুন কিছু সংগীতের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছি। এই গানগুলো শুনতে পেরে আমাদের ভক্তরা অত্যন্ত আনন্দিত হবেন”।
সংবাদ সম্মেলনে রবির বিজনেস অপারেশনের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম ভূঁইয়া বলেছেন, “রবি সব সময় তার গ্রাহকদের অত্যাধুনিক ডিজিটাল লাইফস্টাইল সেবা দিতে আগ্রহী, এবং রবি আসন্ন এই ঈদ-উল-ফিতর এ গ্রাহকদের ইয়ন্ডার মিউজিক আ্যপ এর মাধ্যমে উন্নত মানের মিউজিক সেবা প্রদান করে গ্রাহকদের সাথে আর নিবির সম্পর্ক গড়ে তুলতে উৎসাহী। ঈদের আনন্দ উপভোগ করার জন্য আসলে সেরা মানের মিউজিকের উপর আর কিছুই নেই”।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নোভারা নুর, কান্ট্রি ম্যানেজার,ইয়ন্ডার মিউজিক বাংলাদেশ, রবি এবং ইয়ন্ডার মিউজিক এর ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং জনপ্রিয় সংগীত শিল্পীরা।

ইয়ন্ডার মিউজিক সম্পর্কে
ইয়ন্ডার মিউজিক হচ্ছে সাহসী, ফিচারে সমৃদ্ধ, সামাজিক অঙ্গীকারে ব™ধ, ডিজিটাল মিউজিক সার্ভিস যার হেডকোয়ার্টার নিউইয়র্ক সিটিতে অবস্থিত। এটি এর ব্যবহারকারীদের লক্ষ লক্ষ গান ডাউনলোড, প্লে এবং শেয়ার করার কমার্শিয়াল ফ্রি অধিকার দেয়। মালয়েশিয়ায় ইয়ন্ডার মিউজিক ২০১৫ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু করেছে এবং ৬ মাসেই ৩,০০,০০০ ব্যবহারকারী পেয়েছে।
ইয়ন্ডার মিউজিক ব্যাবসাকে শক্তিশালী জনপ্রিয় প্লèাটফর্মে রূপান্তরিত করছে নেটওয়ার্ক সার্ভিসের মধ্যে খরচকে সমন^য় করে। যার মাধ্যমে ৯৯% মোবাইল ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারকে টার্গেট করা হচ্ছে, যারা নিয়মিত ডিজিটাল মিউজিকের জন্য অর্থ প্রদান করেন না। এর সাথে ইয়ন্ডার মিউজিক শিল্পী ও সুরকারদের লাইসেন্স করা লভ্যাংশ থেকে টাকা দিচ্ছে কতবার তাদের সংগীত বাজানো হচ্ছে, তার উপর ভিত্তি করে।
ইয়ন্ডার মিউজিকের ট্যাগলাইন হচ্ছে “হিয়ার ফরেভার”। এর অর্থ হচ্ছে এটি সবসময় মার্কেটে সক্রিয়। এটি স্থানীয় এবং আšতর্জাতিক সংগীত শিল্পীদের সমন^য় করে সংগীত প্রযোজনা করছে, লাইভ কনসার্ট আয়োজন করছে এবং সবচেয়ে সক্রিয় ব্যবহারকারীদের বিশ্বব্যাপী কনসার্টে নিয়ে যাচ্ছে। যেমন, ২০১৫ এর নতুন বছরের সন্ধ্যায় লাস ভেগাসে ব্রুনো মার্সেল কনসার্টে।
এরকম আয়োজন আরও আসছে। ইয়ন্ডার মিউজিকের লক্ষ্য হচ্ছে এটিকে ব্যবহারকারীদের জীবনের অপরিহার্য অংশে পরিণত করা এবং মূল্যবান ব্যবহারকারীদের এমন অভিজ্ঞতা প্রদান করা যেটা তারা অন্য কোথাও পাবেন না।
রবি সম্পর্কে:
রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল লিমিটেড এবং জাপানের এনটিটি ডকোমো ইন কর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। ভারতী’র বাংলাদেশে পরিচালিত কোম্পানি‘ এয়ারটেল বাংলাদেশ লিমিটেড’র সাথে একীভূত হয়ে ২০১৬ সালের নভেম্বর থেকে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছে ‘রবি আজিয়াটা লিমিটেড’ যার মধ্যে আজিয়াটার সিংহভাগ-৬৮ দশমিক ৭ শতাংশ, ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও এনটিটি ডকোমোর ৬ দশমিক ৩ শতাংশ মালিকানা রয়েছে। ৩ কোটি ৬২ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে একীভূত কোম্পানিটি এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। ১২ হাজারের বেশি অন-এয়ার সাইটের মধ্যে ৭ হাজার ৯শ’টি ৩.৫জি নেটওয়ার্ক নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভূক্ত। দেশের প্রথম অপারেটর হিসেবে রবি জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামে ও উপশহরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে।
ইয়ন্ডার মিউজিক এর “হিয়ার ফরেভার” রবি বাংলাদেশের সাথে অনন্য অংশিদারিত্বে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com