1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ভারত হাতিয়ায় অচল নৌ-অ্যাম্বুলেন্সে ব্যাহত জরুরি স্বাস্থ্যসেবা চার দশক পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা বাখেরআলী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তসিকুল ইসলামের মরদেহ হস্তান্তর শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, ঝুঁকিপূর্ণ ৭২ ঘণ্টা পার করছেন গুগলে সর্বাধিক অনুসন্ধান হওয়া ভারতীয় হিসেবে উঠে এলেন ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী সন্ত্রাসী হামলার পেছনের শক্তি প্রকাশের দাবি জামায়াত আমিরের

এবার মোরগ পাড়ছে ডিম!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৬৫৮ বার দেখা হয়েছে

সাধারণত মুরগি ডিম পাড়ে এ কথাটি আমরা সবাই জানি। সৃষ্টির শুরু থেকেই এটি হয়ে আসছে। পৃথিবীর কোনো দেশের মোরগ-মুরগিই এই নিয়মের বাইরে নয়। তবে কখনো কি শুনেছেন মোরগ ডিম পারে? কি শুনে বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও ঘটনাটি সত্যি।

এমনটাই ঘটেছে চীনের আনহুই প্রদেশের মেঙচেঙ সিটির চুমিয়াও গ্রামের ছোট এক পারিবারিক খামারে। এই খামারটির মালিক ৪৭ বছর বয়সী হুয়াঙ লি। তিনি সাতটি মুরগির সঙ্গে খাঁচায় মোরগটিকেও পুষে আসছিলেন।

তিনি জানিয়েছেন যে, পরিবারের খাদ্য তালিকায় আমিষের যোগান দিতে গিয়ে সারা শীতে তার পালিত মুরগিগুলো একে একে খেয়ে ফেলার পর অবশিষ্ট ছিল ওই মোরগটি। তবে ডিম পাড়া কাণ্ডের আগে যথারীতি এই মোরগটিকেও জবাই করারই কথা ছিল। তার চক্ষু চড়ক গাছ হয়ে যায় মুরগিবিহীন মোরগের খাঁচায় একটি ডিম দেখতে পাওয়ার পর।

এই বিষয়ে লি সংবাদ মাধ্যমকে বলেছেন, ঘটনাটিকে প্রথমদিন মনে করেছিলাম যে, এই কাজটি হয় তো মজা করার জন্য পড়শিরা করেছেন! তবে দ্বিতীয় দিনও আবারও ঘটলো একই ঘটনা অর্থাৎ মোরগের খাঁচায়। আরো একটি ডিম দেখতে পেলাম! সে কারণে তৃতীয় দিন আমি অপেক্ষা করছিলাম কি হয় সরাসরি দেখার জন্য। বিস্মিত হলাম যখন দেখলাম মোরগটি তৃতীয় বারের মতো ডিম পাড়লো।

কয়েকদিনের মধ্যেই আজব এই খবরটি এলাকার একটি টেলিভিশন স্টেশনে চলে গেলো। মোরগের ডিম পারার অভিনব বিষয়টি নিয়ে টিভি চ্যানেলটি একটি সচিত্র প্রতিবেদন প্রচার করলো। স্থানীয় কৃষি মন্ত্রণালয়ের অফিস হতে কয়েকজন প্রাণী বিশেষজ্ঞ এসে হুয়াঙ লি’র কাছ থেকে কয়েক দিনের পরীক্ষা-নিরীক্ষার জন্য মোরগটিকে ধার নিয়ে গেলেন।

প্রথম থেকেই এটি একটি মুরগি ছিল? নাকি দেখতে অবিকল মোরগের মতো ছিল অথবা মোরগ থেকে এটি ধীরে ধীরে এটি এখন মুরগিতে রুপান্তরিত হয়েছে। এই রহস্য উদঘাটন করতে প্রাণী বিশেষজ্ঞরা চেষ্টা চালাবেন। মোরগের ডিম পাড়ার বিষয়ে লি’র মন্তব্য হলো, ঘটনার পর আমার কাছে প্রতিটি সকালই ছিল যেন এক একটি বিস্ময় ছাড়া অন্য কিছু নয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com