হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের লিড ক্রমেই বড় হচ্ছে। চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৬৯ রান। সাদমান ইসলাম ফিফটির পরও আগলে রেখেছেন একপাশ। অন্যদিকে দ্রুত রান তোলার কাজটা দারুণভাবে করছেন নাজমুল হোসেন শান্ত।
প্রথম ইনিংসে ১৯২ রানের লিডে বাংলাদেশ চালকের আসনে ছিল তৃতীয় দিনেই। দ্বিতীয় ইনিংসে রান যত বাড়বে, ততই বড় হবে জিম্বাবুয়ের লক্ষ্য।
৯ উইকেট হাতে রাখা বাংলাদেশের লিড এখন ৩৬১ রানের। এত রান তাড়া করে জয়ের রেকর্ড কারোই নেই হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সাদমান ৭২ ও শান্ত ৪৭ রানে অপরাজিত আছেন।
Loading…
সকালে প্রথম টেস্ট ফিফটির খুব কাছে গিয়ে আউট হন সাইফ হাসান। ৯৫ বলে ৪৩ রান করে এনগ্রাবার বলে মেয়ার্সের হাতে ধরা পড়েন টাইগার ওপেনার।
আগের দিনের অবিচ্ছিন্ন ৪৫ রানের ওপেনিং জুটি দীর্ঘ হয় ৮৮ রান পর্যন্ত। তিনে নামা শান্ত ব্যাট করছেন কিছুটা আগ্রাসী মনোভাবে। ৫৬ বলের ইনিংসে দুটি করে চার ও ছক্কা।
অন্যদিকে বেশ ধৈর্য নিয়ে ব্যাট করা সাদমান খেলেছেন ১৪৪ বল। এ বাঁহাতি চার মেরেছেন সাতটি।