1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

পেগাসাসের কারণে মুঠোফোন বদলালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১৭৬ বার দেখা হয়েছে

ইসরায়েলের স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে আড়ি পাতার ঘটনার পর নিজের মুঠোফোন ও ফোন নম্বর বদলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। পেগাসাস কেলেংকারি নিয়ে চলমান সংকটের মধ্যে এ পদক্ষেপকে ‘বাড়তি নিরাপত্তা’বলে উল্লেখ করেছে দেশটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার ( ২২ জুলাই) ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর রয়টার্সের।

এমানুয়েল মাখোঁসহ বিশ্বের অন্তত ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের ফোন নম্বর পেগাসাসের নজরদারির তালিকায় থাকার বিষয়টি সম্প্রতি সামনে আসে। তবে মাখোঁর ফোনে পেগাসাস ব্যবহার করে আড়ি পাতার অভিযোগ অস্বীকার করে পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। বুধবার গ্রুপটি জানায় মাখোঁর ফোনে আড়ি পাতার ‘লক্ষ্য’তাদের ছিল না।

মুঠোফোন এবং ফোন নম্বর বদলানোর বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, মাখোঁ বেশ কয়েকটি ফোন নম্বর নিয়েছেন। এর মানে এই নয় যে তাঁর ওপর নজরদারি করা হচ্ছে। এটি শুধুই বাড়তি নিরাপত্তার জন্য করা হয়েছে।

প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষায় নিয়োজিতদের পেগাসাসের আড়ি পাতার ঘটনার বিষয়ে জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন ফ্রান্স সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আতাল।

পেগাসাসের মাধ্যমে বিশ্বের যে ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের ফোন আড়ি পাততে টার্গেট করা হয়, তাঁদের মধ্যে আছেন তিনজন বর্তমান প্রেসিডেন্ট, তিনজন বর্তমান প্রধানমন্ত্রী, সাতজন সাবেক প্রধানমন্ত্রী ও একজন বাদশাহ। বর্তমান তিন প্রেসিডেন্ট হলেন ফ্রান্সের এমানুয়েল মাখোঁ, দক্ষিণ আফ্রিকার রামাফোসা ও ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। বর্তমান তিন প্রধানমন্ত্রীর মধ্যে ইমরান খান ছাড়াও আছেন মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি ও মরক্কোর প্রধানমন্ত্রী সাদ এদ্দিন আল ওসমানি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com