দ্রুত বর্ধমান ও জনপ্রিয় কেনাকাটার মাধ্যম ই-কমার্স খাতে সম্প্রতি টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছে। ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা, সিরাজগঞ্জ শপ, রিং আইডি, কিউকম, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট, নিডস, দালাল প্লাস, বাজাজ কালেকশন, টুয়েন্টিফোর টিকেট ডট কম, গ্রিন বাংলা, এক্সিলেন্ট ওয়ার্ল্ড এ্যাগ্রো ফুড এন্ড কনজ্যুমারস, গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে আস্থাহীনতায় ভুগছে সম্ভাবনাময় এই খাতটি। গত কিছুদিন ধরেই প্রতারণার সাথে জড়িত একেকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। ইভ্যালির প্রতারণার তথ্য প্রকাশিত হওয়ার পর থেকেই এই সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ শুরু করে গোয়েন্দা সংস্থা। ই-কমার্সের নামে সন্দেহজনক লেনদেন করছে এমন ৬০টি প্রতিষ্ঠানের তালিকা থেকে ৩০-৩২টি প্রতিষ্ঠানকে মনিটরিং করে সিআইডি। ই-কমার্স ব্যবসায় নেমে বিভিন্ন অনিয়মে জড়িত ২৮টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে তিনটি গোয়েন্দা সংস্থা। এসব প্রতিষ্ঠানের তালিকা সরকারের উচ্চ পর্যায়ের কমিটির কাছে হস্তান্তর করেছে সংস্থাগুলো। আগামী এক সপ্তাহের মধ্যে এসব কোম্পানির লেনদেনের হিসাবও হাতে পাওয়া যাবে বলে আশা করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির সমন্বয়ক এএইচএম সফিকুজ্জামান বিস্তারিত