1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি শুরু শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না: সিইসি বিজয় দিবসে নির্দিষ্ট সময় বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় রাষ্ট্র বহন করবে সিএএর আওতায় ওড়িশায় ৩৫ বাংলাদেশির নাগরিকত্ব, আসামে প্রথমবার একজন বাংলাদেশি নারীর স্বীকৃতি ন্যাটোতে যোগদানের লক্ষ্য পরিত্যাগের প্রস্তাব দিলেন জেলেনস্কি, যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনা সুদানে নিহত শান্তিরক্ষীদের স্মরণে নেমপ্লেট পরে বিজয় দিবসে প্যারাট্রুপারদের বিশ্ব রেকর্ড প্রচেষ্টা পর্তুগাল দলে রোনালদোর প্রভাব গোলের বাইরেও বিস্তৃত: কোচ মার্টিনেজ

রাশিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তে যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৭৭ বার দেখা হয়েছে

মহামারি প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। কিন্ত এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ কোটি ৮৩ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ লাখ ৭৪ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ কোটি ৩৮ লাখের বেশি মানুষ।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার ৬৬ জন। মারা গেছেন ৫১ লাখ ৭৪ হাজার ১৮২ জন। সুস্থ হয়েছেন ২৩ কোটি ৩৮ লাখ ২৮ হাজার ৩০৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ২২৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৭ লাখ ৯৪ হাজার ৮০০ জন।

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৯৬৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৯১১ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৫৪৭ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ৮৪২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ১৯ হাজার ৮৭০ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ১২ লাখ ৩০ হাজার ৩৫৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওই তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৫৫ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com