1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি শুরু শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না: সিইসি বিজয় দিবসে নির্দিষ্ট সময় বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় রাষ্ট্র বহন করবে সিএএর আওতায় ওড়িশায় ৩৫ বাংলাদেশির নাগরিকত্ব, আসামে প্রথমবার একজন বাংলাদেশি নারীর স্বীকৃতি ন্যাটোতে যোগদানের লক্ষ্য পরিত্যাগের প্রস্তাব দিলেন জেলেনস্কি, যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনা সুদানে নিহত শান্তিরক্ষীদের স্মরণে নেমপ্লেট পরে বিজয় দিবসে প্যারাট্রুপারদের বিশ্ব রেকর্ড প্রচেষ্টা পর্তুগাল দলে রোনালদোর প্রভাব গোলের বাইরেও বিস্তৃত: কোচ মার্টিনেজ

স্বামী আমার সঙ্গে যা করতেন ও তা-ই করে, গরুকে বিয়ে করে বললেন বিধবা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৫৯ বার দেখা হয়েছে

স্বামীর মৃত্যুর পর থেকেই একা একা থাকতেন তিনি। হঠাৎ একদিন বাড়ির একটি বাছুর তার মুখের কাছে মুখ এনে আদর করেছিল, ঠিক সেভাবেই, যেভাবে তার মৃত স্বামী তাকে আদর করতেন।এরপর থেকেই ওই নারীর মনে হতে থাকে গরুরূপে পুনর্জন্ম হয়েছে মৃত স্বামীর। বাছুরটিও এরপর একাধিকবার তার কাছাকাছি আসতে শুরু করে। আদর পেতে চায়! ধীরে ধীরে বাছুরের সঙ্গে সম্পর্ক গভীর হয় তার। পরে তিনি সিদ্ধান্ত নেন বাছুরটিকে বিয়ে করবেন।

এমন ঘটনা ঘটেছে কম্বোডিয়ার ক্রাতি প্রদেশে। আর গরুকে বিয়ে করা ওই মহিলার নাম খিম হাং। ৭৪ বছর বয়স্কা এই নারীর স্বামী মারা গেছেন গত বছর। এরপর বাড়ির বাকি স্বজনদের সঙ্গেই দিন কাটছিল তার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে আনুষ্ঠানিকতা সারতে আর বিলম্ব করেননি খিমা। গ্রামবাসীর উপস্থিতিতেই বাছুরটিকে স্বামী হিসেবে বরণ করে নেন। বিয়ের পরে বাছুরটি থাকতে শুরু করেছে তারই সঙ্গে বাড়ির নিচতলার একটি ঘরে। নিয়মিত তার গোসল করানো, খাবার দেওয়া থেকে সব ধরনের যত্নই নিচ্ছেন তিনি। তার এই কথিত স্বামী যেন আরাম করে ঘুমাতে পারে, সে জন্য নরম বালিশ-বিছানার ব্যবস্থাও করেছেন খিমা।
খিমা রয়টার্সকে বলেছেন, ‘আমি মনে করি বাছুরটি আমার স্বামী। কারণ সে আমার সঙ্গে একই আচরণ করে, যা স্বামী বেঁচে থাকার সময় করতেন।’

তিনি বলেন, ‘প্রথম দিন বাছুরটি আমার ঘাড়, চুলের কাছে এসে চেটে দেয়। তারপর সিঁড়ি দিয়ে আমার পেছনে আসছিল। ঠিক যেমন আমার স্বামী করতেন। তারপর থেকেই মনে হয় আমার স্বামী গরু হয়ে ফের আমার কাছে এসেছেন।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com