আজ, ২৭ ডিসেম্বর, ২০২১ সোমবার ঢাকা নবাবপুর রোডে সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ ইলেকট্রিক থ্রী হুইলার ম্যানুফাকচারার এন্ড মার্চেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে ব্যাটারী চালিত অটো রিক্সা ও থ্রী হুইলার গাড়ি চলাচল বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইলেকট্রিক থ্রী হুইলার ম্যানুফাকচারার এন্ড মার্চেন্টস এসোসিয়েশন এর সভাপতি হাজী কামাল উদ্দিন আহমেদ। উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন খন্দকার মাঈনুর রহমান জুয়েল, সভাপতি, বাংলাদেশ এগ্রিকালচার এন্ড মেশিনারীজ মার্চেন্টস এসোসিয়েশন। পরিচালক- এফবিসিসিআই, আহসান সামাদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইলেকট্রিক থ্রী হুইলার ম্যানুফাকচারার এন্ড মার্চেন্টস এসোসিয়েশন, আবু সুফিয়ান রতন, বিশিষ্ট ব্যবসায়ী, নবাবপুর, উপদেষ্টা মোঃ মনির আহমদ, সহ-সভাপতি। মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এগ্রিকালচার এন্ড মেশিনারীজ মার্চেন্টস এসোসিয়েশন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের জাহাঙ্গীর আলম, প্রমোদ বন্ধু সাহা, শীপক কুমার সাহা, জাকির হোসেন মজুমদার, হাজীমাসুম, মোঃ মঈন, আবদুল হক, হাজী মাসুদ আহেেমদ সহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হাইকোর্ট কর্তৃক ঘোষিত থ্রী হুইলার ও ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধের জন্য জারিকৃত রুল বাতিল করার আহবান জানান এবং এই ব্যবসা ও পেশার সাথে জড়িত ২ কোটি মানুষকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, থ্রী হুইলার ও ব্যাটারী চালিত অটো রিক্সার বৈধতা দেয়ার দাবি করেন। এব্যাপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে নিয়মানুযায়ী রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে। যার স্মারক নং-৩৫.০০.০০০০.০২০.০০৪.০৫৬.১৭-৫৩৭ তাং-২৪.১১.২০২১খ্রি:।