DESH MEDIA NEWS:
প্রচার- ১৪ই এপ্রিল, দুপুর ১২.৪৫টা
পহেলা বৈশাখে উৎসব আনন্দের সাথে নানা রকম খাবার নিয়ে মেতে ওঠে বাঙ্গালী। রসনা বিলাসী এসব মানুষদের জন্য বৈশাখী রেসিপি নিয়ে এটিএন বাংলায় সাজানো হয়েছে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বাহারী রান্না’র বিশেষ পর্ব। অনুষ্ঠানটি আজ দুপুর ১২.৪৫টায় প্রচার হবে। কুকিং এক্সপার্ট আফরোজা নাজনীন সুমীর উপস্থাপনা এবং লায়লা বানুর পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মুক্তিযোদ্ধা নাসরিন রব রুবা এবং শেফ সাইফুল ইসলাম আহমেদ। গরমকালের উপযোগী বিশেষ পানীয় ‘বৈশাখী পাঞ্চ’, মিষ্টি, তিন রঙের জিলাপী, আস্ত ইলিশের কাবাব ইত্যাদি তৈরি করেছেন অতিথিরা।