দেশ মিডিয়া:
বিশ্বাস করতে কষ্ট হলেও ভূ বিজ্ঞান ইন্সটিটিউট তাদের এক গবেষণায় দাবি করেছে, মেসি গোল করার পর দর্শকদের লাফালাফি ভূমিকম্পের মতো পরিস্থিতি সৃষ্টি করে।
গবেষকরা একটি ডিভাইসের ভেতর সিসমোমিটার রেখে বার্সার মাঠ ন্যু-ক্যাম্পের আশপাশের ভূকম্পীয় অবস্থা পর্যবেক্ষণ করেন। কম্পন পরিমাপ করে বিজ্ঞানীরা দেখতে পান মেসির গোলের পর দর্শকরা যে হারে লাফালাফি করেন, তা ভূমিকম্পের মতো।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজিকে শেষ মিনিটের গোলে ৬-৫ ব্যবধানে হারিয়ে সেমিতে যায় বার্সা। ওই ম্যাচটির কথাই বেশি করে উল্লেখ করা হয়েছে গবেষণা প্রতিবেদনে।
গবেষকরা বলছেন, তারা প্রমাণ পেয়েছেন যে, বার্সার ম্যাচ হলে যদি মেসি গোল করেন, তাহলে ন্যু-ক্যাম্পের আশেপাশে ছোটখাটো ভূমিকম্প অনুভূত হয়।
এই গবেষকরা এর আগে মিউজিক কনসার্টের সময় শ্রোতাদের উদযাপন নিয়েও গবেষণা করেছেন।
গবেষকরা এখন দেখতে চান, বার্সার মাঠের আশপাশের ভূখণ্ড উদযাপনের সময় কীভাবে আন্দোলিত হয়।
বার্সেলোনাবাসীর জন্য আশার কথা হল, এখন পর্যন্ত বিজ্ঞানীরা কোনো ক্ষতিকর দিক খুঁজে পাননি।