1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’ কনসার্টে গানের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন এ আর রাহমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের জন্য গতকাল সোমবারের সন্ধ্যাটা স্মরণীয় হয়ে থাকলো। কারণ ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’ কনসার্টে গানের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন ওপার বাংলার কিংবদন্তি অস্কারজয়ী শিল্পী এ আর রাহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ও বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই কনসার্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও ছিলেন- ক্রিকেট বোর্ডের সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান, বিসিবি কর্মকর্তা ইসমাইল হায়দার মল্লিক, শেখ সোহেলসহ অনেকে। আর সঙ্গে ছিল গ্যালারি ভর্তি দর্শক।

বিকেলে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এরপর মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ডদল মাইলস। তারা গেয়ে শোনান ‘চাঁদ তারা সূর্য নও তুমি/ নও পাহাড়ি ঝরনা/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না’ গানটি। এরপর তারা পরিবেশন করেন তাদের জনপ্রিয় বেশ ক’টি গান। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় এরপর সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে মঞ্চে আসেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের মধ্যমণি এ আর রহমান ও তার দল। বৃষ্টির কারণে খানিক বিরতি হলেও মাঞ্চ মাতিয়ে তোলেন এ আর রহমান। একের পর এক মন জয় করা গানে দিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট অতিথি ও দর্শক-শ্রোতাদের চমত্কৃত করে গেয়ে ওঠেন ‘জয় জয় জয় বাংলাদেশ’। গানটি শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাহমান। বাংলাদেশের প্রতিও প্রকাশ করেন অকুণ্ঠ ভালোবাসা। এ সময় প্রেসিডেন্ট বক্স হতে মোবাইল ফোনে গানটির ভিডিও ধারণ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপর অস্কারজয়ী এই শিল্পী গেয়ে শোনান জুলফিকার রাসেলের লেখা ‘আমার সোনার বাংলা, বলো জয় বঙ্গবন্ধু, বলো জয় জয় বাংলা’ গানটি।

উল্লেখ্য, এ আর রহমান দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন। এর আগেও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে ঢাকায় আসেন। এবার বিসিবির উদ্যোগে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ শীর্ষক এ আয়োজন ২০২০ সালেই হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারির কারণে তখন আসতে পারেননি। দুই বছর পর এলেন এবং জয় করলেন দর্শক-শ্রোতাদের হৃদয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com